পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাহাপাড়ার বাসিন্দা জুয়েল। মালদহের কালিয়াচক-৩ ব্লকের সবদলপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছিল বলে সে নিজেই স্বীকার করেছে।
আরও পড়ুনঃ ধসের কবলে NH-10! সিকিম যেতে বেছে নিন ‘এই’ বিকল্প রুট, প্রাকৃতিক সৌন্দর্যে ভরে যাবে মন
জানা যাচ্ছে, সীমান্ত সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় যুবক ঘোরাফেরা করছে বলে জানতে পারে পুলিশ। বিশ্বস্ত সূত্রে এই খবর পায় তাঁরা। এরপরেই জুয়েলকে গ্রেফতার করা হয়।
advertisement
ধৃত বাংলাদেশি যুবককে রবিবার আদালতে পেশ করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৭ দিনের হেফাজতে নিতে আদালতে আবেদন করে পুলিশ। তাঁদের অনুমান, গরু চুরি ও পাচারের উদ্দেশেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন জুয়েল রানা নামের এই যুবক। জিজ্ঞাসাবাদের পর আর কী তথ্য উঠে আসে সেটাই এবার দেখার।