পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জুমান বাবু৷ অভিযুক্ত বাংলাদেশের ওই বাসিন্দা লালমনিরহাটের বাসিন্দা৷ অপর একজন রেজাউল করিম বিএসএফ-এর মারধরে আহত হয়েছেন। তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ বাকি আরও দু'জন বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ৷
আরও পড়ুন: দিনভর লেগেই থাকত পুরুষের আনাগোনা! আসত মহিলারাও! কী চলত বুঝতে পারছেন?
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩০ জন বাংলাদেশিকে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ চাঁড়ালখালি এলাকা থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। গত রবিবার ভোর বেলায় কালিন্দী নদী দিয়ে নৌকা করে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে প্রায় ৩০ জন বাংলাদেশি। টহলদারি চালানোর সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের দেখতে পেয়ে আটক করে। তাদের আটক করে রবিবার সকালে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় ১১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।