জয়গাঁ শহরের দেওকোটা টোল এলাকার বাসিন্দা কিষান গোপাল পন্ডিত।তিনি জয়গাঁর এক নামজাদা ব্যবসায়ী।তাঁর ছেলে লোকেশপন্ডিত এবং পুত্রবধূ নেহা পন্ডিত গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান।
কত সাবস্ক্রাইবার, ‘ভিউ’ হলে ইউটিউব টাকা দেয়? ‘সহজ’ নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!
advertisement
নিজেদের গাড়ি নিয়ে তারা রওনা হয়েছিলেন। একটানা গাড়ি চালাচ্ছিলেন লোকেশ পন্ডিত।গতকাল গভীর রাতে গাড়িটি মুজাফফরপুরে যেতেই দুর্ঘটনার কবলে পরে। একটি ট্রাকের সামনে গাড়িটি চলে আসে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
আরও পড়ুন- জিভে জল আসুক…’কাঁঠাল’ কখনও খাবেন না ‘কারা’? কাঁঠাল থেকে দূরেই থাকতে হবে, কেন জানেন?
কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?
গাড়ির সামনে বসেছিলেন নেহা ও লোকেশ পন্ডিত। তাঁদের দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়।মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় পুলিশ। তাঁদের দুই সন্তান সুস্থ আছে বলে জানা গিয়েছে। আগামীকাল সম্ভবত দেহ জয়গাঁতে আসতে পারে বলে জানা যায়। এদিকে শোকে পাথর পন্ডিত পরিবার।কেউ কিছু বলতেই পারছেননা।
Annanya Dey
