পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম নারায়ণ মন্ডল (৭০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায়। পরিবারের অভিযোগ, এদিন ওই বৃদ্ধ বাড়ি থেকে শুকদেবপুর বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ঠিক সেইসময় রাস্তায় বেপরোয়াভাবে চলা একটি নম্বর বিহীন মাটি বোঝায় ট্রাক্টর ওই ব্যক্তিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে পড়ে রক্তাক্ত হয় ওই বৃদ্ধ। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যাওয়াই কাল! জলে তলিয়ে গেল সদ্য পরীক্ষা দেওয়া মাধ্যমিক পরীক্ষার্থী
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরেই এলাকার স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ঘাতক ট্রাক্টরটি আটকে রেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষেরা। চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী






