সেঞ্চুরির পরে আবার গজালো দাঁত, ধুমধাম করে দিদার মুখে ভাত দিল নাতি-নাতনিরা! অন্নপ্রাশনের মেনু জিভে জল আনবে

Last Updated:
Annaprashan : ধূপগুড়িতে অবাক কাণ্ড! দিদার অন্নপ্রাশনে মাতলেন নাতি-নাতনিরা! ভাবছেন তো দিদার আবার অন্নপ্রাশন। শতায়ু পেরিয়ে এই বয়সে নতুন দাঁত, তার জন্যই উৎসব।
1/5
ধূপগুড়িতে অবাক কাণ্ড! দিদার অন্নপ্রাশনে মাতলেন নাতি-নাতনিরা! ভাবছেন তো দিদার আবার অন্নপ্রাশন? আজ্ঞে হ্যাঁ, শতায়ু পেরিয়ে এই বয়সে যে নতুন দাঁত..!বয়স যে কেবল সংখ্যা, তার জ্বলন্ত উদাহরণ ধূপগুড়ির দক্ষিণ খয়েরবাড়ির রুম্পা বর্মন।
ধূপগুড়িতে অবাক কাণ্ড! দিদার অন্নপ্রাশনে মাতলেন নাতি-নাতনিরা! ভাবছেন তো দিদার আবার অন্নপ্রাশন? আজ্ঞে হ্যাঁ, শতায়ু পেরিয়ে এই বয়সে যে নতুন দাঁত গজিয়েছে। ধূপগুড়ির দক্ষিণ খয়েরবাড়ির রুম্পা বর্মন। <strong>(ছবি ও তথ্য - সুরজিৎ দে)</strong>
advertisement
2/5
শতায়ু পেরিয়ে এই বয়সেও তিনি আজ প্রাণবন্ত, হাসিখুশি। সব দাঁত পড়ে যাওয়ার পর রুম্পা দেবীর মুখে নতুন করে দাঁত গজাতে শুরু করেছে!ঘটনাকে কেন্দ্র করে নাতি-নাতনিরা আয়োজন করলেন এক অভিনব উৎসব
শতায়ু পেরিয়ে এই বয়সেও তিনি আজ প্রাণবন্ত, হাসিখুশি। সব দাঁত পড়ে যাওয়ার পর রুম্পা দেবীর মুখে নতুন করে দাঁত গজাতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে নাতি-নাতনিরা আয়োজন করলেন এক অভিনব উৎসব "দিদার অন্নপ্রাশন”। ঠিক যেমন শিশুর প্রথম দাঁত ওঠার পর অন্নপ্রাশন হয়, তেমনি দিদার নতুন দাঁত গজানোর আনন্দে আয়োজন করা হল হাসি-আনন্দে ভরা এক উৎসবের।
advertisement
3/5
শনিবার দক্ষিণ খয়েরবাড়ি গ্রামে ঢাকঢোল , বাজনা বাজিয়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী অন্নপ্রাশন অনুষ্ঠান। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন মিলিয়ে প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
শনিবার দক্ষিণ খয়েরবাড়ি গ্রামে ঢাকঢোল , বাজনা বাজিয়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী অন্নপ্রাশন অনুষ্ঠান। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন মিলিয়ে প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
advertisement
4/5
মেনু জানলেও জিভে জল আসবে! ছিল মাছ - মাংস- মিষ্টির ভোজ। সঙ্গে গান-বাজনা আর উৎসবের রঙ। শিশুদের অন্নপ্রাশনের মতোই মানা হয় সমস্ত রীতি-নীতি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন নাতি-নাতনিরা নিজ হাতে দিদার মুখে ভাত তুলে দিলেন। মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
মেনু জানলেও জিভে জল আসবে। ছিল মাছ - মাংস- মিষ্টির ভোজ। সঙ্গে গান-বাজনা আর উৎসবের রঙ। শিশুদের অন্নপ্রাশনের মতোই মানা হয় সমস্ত রীতি-নীতি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন নাতি-নাতনিরা নিজ হাতে দিদার মুখে ভাত তুলে দিলেন। মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
advertisement
5/5
গ্রামের বাসিন্দারা বলেন, “এমন অন্নপ্রাশন আমরা জীবনে দেখিনি। রুম্পা দিদা আমাদের গর্ব, আমাদের আশীর্বাদ।”বয়সের শতক পার করেও প্রাণচাঞ্চল্যে ভরপুর রুম্পা বর্মন আজ এলাকার অনুপ্রেরণা।আসলেই যেন জীবনের আনন্দ খুঁজে নেওয়ার বয়স সত্যিই কখনও ফুরোয় না!
গ্রামের বাসিন্দারা বলেন, “এমন অন্নপ্রাশন আমরা জীবনে দেখিনি। রুম্পা দিদা আমাদের গর্ব, আমাদের আশীর্বাদ।”বয়সের শতক পার করেও প্রাণচাঞ্চল্যে ভরপুর রুম্পা বর্মন আজ এলাকার অনুপ্রেরণা। আসলেই যেন জীবনের আনন্দ খুঁজে নেওয়ার বয়স সত্যিই কখনও ফুরোয় না! <strong>(ছবি ও তথ্য - সুরজিৎ দে)</strong>
advertisement
advertisement
advertisement