TRENDING:

Sacred Thread Ceremony of Daughter: উপনয়ন অনুষ্ঠানে পৈতে ধারণ করল ৯ বছরের মেয়ে, ছক ভাঙা অনুষ্ঠানের আয়োজন করে বাজিমাত মালদহের দম্পতির

Last Updated:

Offbeat News: সকলের সম্মতিতে অবশেষে ছোট মেয়ের ৯ বছর বয়সে অনুষ্ঠান করে পৈতে দিলেন। একেবারেই ব্যতিক্রমী উদ্যোগ মালদহ শহরের ঘোড়াপীরের বাসিন্দা মনোজকুমার সিদ্ধান্ত ও তাঁর স্ত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরষিত সিংহ, মালদহ: প্রথা ভেঙে মেয়ের উপনয়নের অনুষ্ঠান আয়োজন করলেন মালদহ শহরের এক দম্পতি। তাঁদের কোনও ছেলে নেই, দুই মেয়ে। অনেকদিন ধরেই তাঁদের ইচ্ছে, ছোট মেয়ের উপনয়নের অনুষ্ঠান করবেন। সেইমতো পরিবারের কুলপুরোহিতের সঙ্গে আলোচনা করেন। আত্মীয়দের অনেকের মতামত নেন। সকলের সম্মতিতে অবশেষে ছোট মেয়ের ৯ বছর বয়সে অনুষ্ঠান করে পৈতে দিলেন। একেবারেই ব্যতিক্রমী উদ্যোগ মালদহ শহরের ঘোড়াপীরের বাসিন্দা মনোজকুমার সিদ্ধান্ত ও তাঁর স্ত্রীর।
advertisement

সমাজে সকলের সমান অধিকার-এই চিন্তা ভাবনা থেকেই এমন পরিকল্পনা করেন সিদ্ধান্ত দম্পতি। বর্তমানে মেয়েরাও সমস্ত ক্ষেত্রে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিচ্ছেন। তাঁদের পারিবারিক পুরোহিত সদানন্দ বাগচী বলেন, ‘‘তাঁদের দুইটি মেয়ে। ছোট মেয়ের জন্মের পর থেকেই বিষয়টি আমাকে জানিয়েছিলেন। আমি সম্মতি দিয়েছিলাম। তার পরও তাঁরা বিভিন্ন জায়গা থেকে ভাল ভাবে জেনে নেন। অবশেষে মেয়ের উপনয়নের অনুষ্ঠান পালন করলেন।’’

advertisement

আরও পড়ুন : উজান স্রোতে পাড়ি! বিধিনিষেধ পেরিয়ে বৈদিক রীতি মেনে উপনয়নে পৈতে পরল ছকভাঙা চিকিৎসক দম্পতির মেয়ে

তাই সমস্ত দিক বিচার করে সমাজে এক বার্তা পৌঁছে দিতেই এমন অনুষ্ঠানের আয়োজন। সিদ্ধান্ত দম্পতির ছোট মেয়ে ৯ বছর বয়সি মধুপর্ণা উপবীত ধারণ করেছেন। অর্থাৎ ছোট মেয়েকে পৈতে দেওয়া হল । পুরুষতান্ত্রিক সমাজের এই গত ধরা চিন্তাকে পাল্টানোর পথে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করল এই পরিবার। বাবা মনোজকুমার সিদ্ধান্ত বলেন, ‘‘সমাজের মধ্যে এক বার্তা দিতেই এমন অনুষ্ঠানের আয়োজন। পরিবার আত্মীয় পরিজন সকলেই এই উদ্যোগে আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’’

advertisement

আরও পড়ুন : পরীক্ষার আগে সন্ধ্যায় বাড়ির ছাদে জামাকাপড় তোলার সময়…টেস্টে তৃতীয় হয়েও মাধ্যমিক দেওয়া হল না ছাত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

পরিবারের সদস্য-সহ সবাইকে বার্তা দিতে চান যে ঘরের মেয়েকে পিছনে ফেলে রাখা চলবে না। বর্তমানে ছেলে আর মেয়ের মধ্যে কোনও তফাৎ নেই। মেয়েদেরও সামাজিকভাবে উঁচু আসনে রাখা উচিত। সমাজের মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন আসুক এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে-এমনটাই চান মনোজবাবু। সকলেই সমর্থন করেছেন তাঁর এমন অভিনব উদ্যোগ ও চিন্তাভাবনাকে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sacred Thread Ceremony of Daughter: উপনয়ন অনুষ্ঠানে পৈতে ধারণ করল ৯ বছরের মেয়ে, ছক ভাঙা অনুষ্ঠানের আয়োজন করে বাজিমাত মালদহের দম্পতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল