সকাল হতে না হতেই বানরের দল হানা দেয় স্কুলে। ছাত্রছাত্রীদের হাত থেকে খাবার ছিনিয়ে নেওয়া, ক্লাসরুমে ঢুকে তাণ্ডব চালানো, এমনকি বৈদ্যুতিক মিটার ও তার ছিঁড়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে। শিক্ষিকারা পড়াতে পারছেন না, আর ছাত্রছাত্রীরা আতঙ্কে স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অসীমা সাহা জানিয়েছেন, আশপাশের চা বাগান থেকে বানরের দল এসে হামলা চালাচ্ছে। মাঝে মধ্যেই ক্লাস বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা। অবস্থা এতটাই ভয়াবহ যে, ১৭ জন ছাত্রছাত্রীর মধ্যে এখন স্কুলে আসে মাত্র ৬-১০ জন, অভিভাবকরাও উদ্বিগ্ন। তাঁরা জানান, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: ছাগলের লোভ সামলাতে না পারার ফল! যা হল লেপার্ডের
এক অভিভাবকের কথায়, “বানরদের উৎপাত বন্ধ না হলে আমরা কীভাবে বাচ্চাদের স্কুল পাঠাব?” স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, বন দফতর বা প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া, যাতে শিশুরা আবার নির্ভয়ে স্কুলে আসতে পারে। বিদ্যালয়ের শিক্ষিকাদেরও একটাই আবেদন, শিক্ষার আলো পৌঁছাতে গেলে আগে আতঙ্ক দূর করা দরকার!
সুরজিৎ দে





