TRENDING:

Sikkim: নর্থ সিকিমে এখনও আটকে প্রায় ২০০ পর্যটক, উদ্ধার ৩০০! কোনওক্রমে ফিরতে হচ্ছে গ্যাংটকে

Last Updated:

Sikkim: সকাল থেকে উদ্ধারকার্য শুরু। চুংথাংয়ের এসডিপিও'র নেতৃত্বে চলছে উদ্ধারকাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্যাংটক: গত ৩-৪ দিনের অবিরাম বৃষ্টির জেরে ধসে বিদ্ধস্ত সিকিম। নর্থ সিকিমের মঙ্গনের সঙ্গে গ্যাংটকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। একাধিক জায়গায় ধস। লাচুং, লাচেন, চুংথাংয়ে আটকে থাকা ৩০০ পর্যটককে ঘুরপথে নামিয়ে আনা হয়েছে গ্যাংটকে। এখনও চুংথাং - লাচেনে আটকে প্রায় ২০০ পর্যটক বোঝাই ৭০টি গাড়ি।
মারাত্মক অবস্থা সিকিমে
মারাত্মক অবস্থা সিকিমে
advertisement

সকাল থেকে উদ্ধারকার্য শুরু। চুংথাংয়ের এসডিপিও'র নেতৃত্বে চলছে উদ্ধারকাজ। গ্রেফ, BRO, সেনা, স্থানীয় পুলিশ ও ট্যুর অপারেটার্সরা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের

তবে, মেঘ সরিয়ে ছন্দে ফিরছে বাংলার পাহাড়। ফের পর্যটকদের ঘুম ভাঙল ঘুমন্ত বুদ্ধ দর্শনে! টানা বৃষ্টি। মেঘের ঘনঘটা। মুখ ভার ছিল পাহাড়ের। অবশেষে মেঘের চাদর সরিয়ে উজ্জ্বল শায়িত বুদ্ধ। বৃহস্পতিবার পাহাড়ের ঘুম ভাঙতেই ঝা চকচকে কাঞ্চন দর্শন। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক প্রায় প্রতিটি ভিউ পয়েন্ট থেকেই দেখা মিলেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। হোটেলে আর বন্দি থাকতে হবে না। আর তাই সকাল সকাল পর্যটকেরা ভিড় জমিয়েছেন ভিউ পয়েন্টে। আপ্লুত, রোমাঞ্চিত পর্যটকেরা।

advertisement

আরও পড়ুন: 'বিসর্জনের বাজনা বেজে গেছে, রোজ রোজ...', আরও বড় 'আশঙ্কা' উসকে দিলেন দিলীপ ঘোষ

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

যদিও তিস্তায় জারি লাল সংকেত। বুধবার ৮টায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হয় ২১৬৪.৩৪ কিউমেক। গত ২৪ ঘন্টায় মালবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ১০২.৭০ মিলিমিটার। তিস্তার জল বাড়তে শুরু করেছে। চিন্তার ভাঁজ তিস্তাপারের বাসিন্দাদের। পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে ৩৭.৪০ জলপাইগুড়ি জেলার মালবাজারে বৃষ্টি হয়ে সব চাইতে বেশি ১০২.৭০ মিলিমিটার, বানারহাট ৪৫ মিলিমিটার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim: নর্থ সিকিমে এখনও আটকে প্রায় ২০০ পর্যটক, উদ্ধার ৩০০! কোনওক্রমে ফিরতে হচ্ছে গ্যাংটকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল