টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অসম এবং অরুণাচল প্রদেশে। ফুলেফেঁপে উঠেছে একের পর এক নদী। জনজীবন বিপর্যস্ত ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেখানে হড়পা বান এসেছে বারে বারে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বিচ্ছিন্ন বহু এলাকা। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এখনও উদ্ধার করা যায়নি। অসম, অরুণাচল, সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে রবিবার ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজ়োরাম, সিকিমে গত দু’দিনে দুর্যোগের কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও।
নর্থ সিকিমে অবিরাম বৃষ্টির জেরে জল বাড়ছে তিস্তা নদীর। গতকাল, রবিবার মাইকিং করে সতর্ক থাকার পরামর্শ দেয় প্রশাসন। আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার ঝুঁকি এড়াতে দু’দিন বন্ধ থাকবে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক! মূলত পর্যটক ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে ১০ নং জাতীয় সড়ক। নির্দেশিকা জারি করলো NHIDCL ৷