West Bengal Weather Update: উত্তরবঙ্গ ভিজবে বৃষ্টিতে, দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি ! আগামী ক’দিন আবহাওয়া কেমন? দেখে নিন
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
ভারী বৃষ্টি কমলেও উত্তরবঙ্গ ভিজবে বৃষ্টিতে। আর দক্ষিণে ঘামে ভিজবে শরীর। দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে আজ, সোমবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন-চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অসম এবং অরুণাচল প্রদেশে। ফুলে ফেঁপে উঠেছে একের পর এক নদী। জনজীবন বিপর্যস্ত ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেখানে হড়পা বান এসেছে বারে বারে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বিচ্ছিন্ন বহু এলাকা। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এখনও উদ্ধার করা যায়নি। অসম, অরুণাচল, সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে রবিবার ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, কর্ণাটকও। ঘরছাড়া বহু মানুষ।
advertisement
বর্ষা থমকে গিয়েছে উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গে ঢোকার পর মৌসুমী বায়ুর গতি শ্লথ হয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্ধিহান আবহাওয়াবিদরা।
advertisement
কলকাতায় ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
advertisement
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।







