TRENDING:

লক্ষ্য পরিকাঠামো উন্নয়ন, টয় ট্রেনকে সাক্ষী রেখেই হয়ে গেল ম্যারাথন

Last Updated:

উত্তর-পূর্ব ভারতে পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য, জানাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জেএসএল-এনএফআর নর্থ-ইস্ট হাফ ম্যারাথন সিরিজের দ্বিতীয় সংস্করণ আইকনিক দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এ সফলভাবে সম্পন্ন হয়। দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা এবং জিন্দাল স্টেইনলেসের ডিরেক্টর তরুণ খুলবের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ের সূচনা হয়।
advertisement

জামলিং নোরগে (কিংবদন্তি তেনজিং নোরগের ছেলে); ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়ার বিজয়ী মীরা রাই; উদয় কুমার, প্যারাথলিট; জয় বালাজি গ্রুপের সিইও গৌরব জাজোদিয়া এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ ও সিকিম অঞ্চলে খেলাধুলার শক্তিশালীকরণ এবং আইকনিক ডিএইচআর - একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' প্রচারের প্রধান উদ্দেশ্য নিয়ে, এই সুপ্রিয় জেএসএল-এনএফআর নর্থইস্ট হাফ ম্যারাথন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে যৌথভাবে মনোরম দার্জিলিং-এ আয়োজন করেছে। সমর্থনকারী গ্রুপ যেমন- দার্জিলিং এনফিল্ডারস, দার্জিলিং মাউন্টেন বাইকার্স, দার্জিলিং পুলিশ এবং প্রশাসন, ইউমা হাসপাতাল, ভিকরান ফাউন্ডেশন এবং জয় বালাজি অনুষ্ঠানটিকে সফল করতে হাত মিলিয়েছে।

advertisement

আরও পড়ুন- মেট্রোর জন্য মোমিনপুর থেকে এসপ্ল্যানেড সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে চলতি বছরেই

এই ইভেন্টটি এই অঞ্চলটিকে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্রীড়া প্ল্যাটফর্মে প্রসিদ্ধ করতে সফল হয়েছে কারণ ভারতের সমস্ত অংশ এবং বিদেশ থেকে বিপুল সংখ্যক দৌড়বিদ এই দৌড়ে অংশ নিয়েছিলেন।অংশগ্রহণকারীরা তিনটি ভিন্ন দৌড় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন- পুরুষ ও মহিলাদের উভয়ের জন্য ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়। পুরুষের ২১ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন দৌড়বিদদের মধ্যে, ইথিওপিয়ার বেলেতে মেকোনেন ০১:০৯.৪ সময়ে প্রথম স্থান, নেপালের গজিন্দ্র রাই ০১:১১.৫ সময়ে দ্বিতীয় এবং কেনিয়ার জেমস কিপলেটিং ০১:১১.৬ সময়ে তৃতীয় স্থান পান।

advertisement

মহিলা বিভাগে ইথিওপিয়ার জালিনা কোর ০১:০৯:৫ সময়ে দৌড় শেষ করে প্রথম এবং উত্তর প্রদেশের (ভারত) তামসি সিং ০১:১৮.৬ সময় নিয়ে দ্বিতীয় স্থান এবং কার্সিয়ং (পশ্চিমবঙ্গ)-এর প্রীতি রাই ০১:২৪:৪ সময়ের সঙ্গে তৃতীয় স্থান অধিকার করেন। উভয় বিভাগেই ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়ে বিজয়ীদের প্রাইজমানি,  মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এই উপলক্ষ্যে, সাংসদ রাজু বিস্তা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দার্জিলিং-এ এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য রেলওয়েকে ধন্যবাদ জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

Abir Ghoshal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লক্ষ্য পরিকাঠামো উন্নয়ন, টয় ট্রেনকে সাক্ষী রেখেই হয়ে গেল ম্যারাথন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল