জামলিং নোরগে (কিংবদন্তি তেনজিং নোরগের ছেলে); ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়ার বিজয়ী মীরা রাই; উদয় কুমার, প্যারাথলিট; জয় বালাজি গ্রুপের সিইও গৌরব জাজোদিয়া এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ ও সিকিম অঞ্চলে খেলাধুলার শক্তিশালীকরণ এবং আইকনিক ডিএইচআর - একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' প্রচারের প্রধান উদ্দেশ্য নিয়ে, এই সুপ্রিয় জেএসএল-এনএফআর নর্থইস্ট হাফ ম্যারাথন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে যৌথভাবে মনোরম দার্জিলিং-এ আয়োজন করেছে। সমর্থনকারী গ্রুপ যেমন- দার্জিলিং এনফিল্ডারস, দার্জিলিং মাউন্টেন বাইকার্স, দার্জিলিং পুলিশ এবং প্রশাসন, ইউমা হাসপাতাল, ভিকরান ফাউন্ডেশন এবং জয় বালাজি অনুষ্ঠানটিকে সফল করতে হাত মিলিয়েছে।
advertisement
আরও পড়ুন- মেট্রোর জন্য মোমিনপুর থেকে এসপ্ল্যানেড সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে চলতি বছরেই
এই ইভেন্টটি এই অঞ্চলটিকে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্রীড়া প্ল্যাটফর্মে প্রসিদ্ধ করতে সফল হয়েছে কারণ ভারতের সমস্ত অংশ এবং বিদেশ থেকে বিপুল সংখ্যক দৌড়বিদ এই দৌড়ে অংশ নিয়েছিলেন।অংশগ্রহণকারীরা তিনটি ভিন্ন দৌড় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন- পুরুষ ও মহিলাদের উভয়ের জন্য ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়। পুরুষের ২১ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন দৌড়বিদদের মধ্যে, ইথিওপিয়ার বেলেতে মেকোনেন ০১:০৯.৪ সময়ে প্রথম স্থান, নেপালের গজিন্দ্র রাই ০১:১১.৫ সময়ে দ্বিতীয় এবং কেনিয়ার জেমস কিপলেটিং ০১:১১.৬ সময়ে তৃতীয় স্থান পান।
মহিলা বিভাগে ইথিওপিয়ার জালিনা কোর ০১:০৯:৫ সময়ে দৌড় শেষ করে প্রথম এবং উত্তর প্রদেশের (ভারত) তামসি সিং ০১:১৮.৬ সময় নিয়ে দ্বিতীয় স্থান এবং কার্সিয়ং (পশ্চিমবঙ্গ)-এর প্রীতি রাই ০১:২৪:৪ সময়ের সঙ্গে তৃতীয় স্থান অধিকার করেন। উভয় বিভাগেই ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়ে বিজয়ীদের প্রাইজমানি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এই উপলক্ষ্যে, সাংসদ রাজু বিস্তা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দার্জিলিং-এ এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য রেলওয়েকে ধন্যবাদ জানান।
Abir Ghoshal