জানা গিয়েছে, খইবুল আলমের পরিবারের সঙ্গে মহম্মদ বাপ্পার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দুই শতক জমি নিয়ে বিবাদ চলছিল। এর আগেও একাধিকবার ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা চলছিল। কিন্তু আচমকাই অশান্তি বেড়ে যায়। যার ফলে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল।
advertisement
অভিযোগ, মহম্মদ বাপ্পার পরিবারের লোকজন ওই জমিতে কাজ করতে গেলে খইবুল আলমের পরিবারের লোকজন বাধা দেয়। শুরু হয় বাগবিতণ্ডা। ক্রমেই তা হাতাহাতিতে পৌঁছয়। চলে ধারালো অস্ত্র দিয়ে হামলা। এই ঘটনায় এক মহিলা-সহ মোট তিনজন জখম হন।
আরও পড়ুনঃ তিস্তাপাড়ে অজগরের রহস্যমৃত্যু! ৯ ফুট পাইথনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের দাবি এলাকাবাসীর
এরপর পরিবারের সদস্যরা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পাটাগোরা ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
