স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের খালপাড়া গ্রামের বুলেট আলম নামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভৈষপিটা বাজার এলাকার এক দোকান থেকে। যুবকের মায়ের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি বুলেটকে ডেকে নিয়ে যায় একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য।
advertisement
কিন্তু তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ভৈষপিটা বাজারের এক দোকান তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরিবারের সদস্যদের দাবি, ওই দুই ব্যক্তি বুলেটকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
আরও পড়ুন: অল্প বয়সে বাড়ছে হৃদরোগ! আক্রান্ত হওয়ার আগেই কী করা উচিত, জানুন বিশেষজ্ঞের টিপস
অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক