প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে ওই বাঁশ বোঝাই লরিতে আগুন লেগেছিল। বাঁশের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ভয়ঙ্কর আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বেশ কিছুক্ষণের চেষ্টায়।
আরও পড়ুন: চার মামলায় যাবজ্জীবন, দশ দিনে ন’টি মামলায় সাজা ঘোষণা! প্রযুক্তির গুণে নজির গড়ল পুলিশ
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। অন্যরাও আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কেও যানজটের সৃষ্টি হয়। পুলিশ কর্মীরা পরে যান চলাচল স্বাভাবিক করেন। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় আকার নিতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যানি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শী ও অন্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং আগুন আরও বড় আকার নিয়েছিল। পরে দমকেলর ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষয় হয়েছে। আগ্নিকাণ্ডের জেরে লরিটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
