অবরোধের জেরে যানবাহন চলাচল থমকে যায়। আটকে পড়েন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ একাধিক আধিকারের গাড়ি, স্কুল বাস। মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিদের কাছে পেয়ে জাতীয় সড়ক কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্ষুব্ধ জনতা।
আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনের জায়গা দখলদারি, অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
advertisement
জানা গিয়েছে, রামপুর থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা একেবারে বেহাল। এর জেরে মাঝে মধ্যে দুর্ঘটনার মুখে পড়তে হয় গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। সোমবার অসুরাগর এলাকায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনার মুখে পড়ে এক ব্যক্তি। জখম হন তিনি। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। রায়গঞ্জ যাওয়ার সময় আটকে পড়েন মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি-সহ একাধিক আধিকাদের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা।
