পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটের তাগিদে প্রায় ৬ মাস আগে কেরলে কাজে যান সামসাদ আলম নামে ওই শ্রমিক। এরপর বিহারের পূর্ণিয়া জেলার গঙ্গাঘর এলাকার বাসিন্দা সিকান্দার আলী নামে এক ঠিকাদার সামসাদকে ৩ মাস আগে পুনেতে বিল্ডিংয়ের কাজে ডেকে নেন।
আরও পড়ুনঃ নিউ ইয়ার উদযাপনে মদের আসরে রক্তারক্তি কাণ্ড! ইট দিয়ে থেঁতলে বন্ধুকে খু*ন, ব্যারাকপুরে চাঞ্চল্য
advertisement
অভিযোগ, ওই ঠিকাদার তিন মাস কাজ করানোর পর টাকা না দেওয়ায় নতুন বছরের ১ জানুয়ারিতে টাকা নিয়ে তুমুল ঝামেলা সৃষ্টি হয় দুজনের মধ্যে। ওইদিন দুপুরেই পরিবারের লোকজনের কাছে খবর আসে, তাদের ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও পরিবারের দাবি, তাদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা নাম দেওয়া হয়েছে।
গোটা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মৃত শ্রমিকের দেহ বাড়িতে পোঁছাতেই কান্নায় ভেঙে পরে পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় শোকের ছায়া কোনাল গ্রাম জুড়ে।
