ফালাকাটা কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ফালাকাটায় গিয়েছিলেন টলিউড অভিনেত্রী ৷ সেই কলেজের কিছু ছাত্র তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ করেন শুভশ্রী ৷ অনুষ্ঠানের মঞ্চে উঠে স্পষ্টই অভিযোগটা ছুঁড়ে দেন কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে ৷ মঞ্চে উঠে শুভশ্রী জানান, ‘আমি যখন কলেজে আসি ৷ ঢোকার মুখেই কিছু ছেলে খুব খারাপ আচরণ করে আমার সঙ্গে ৷ জানি না তারা আসলে কে? এই ঘটনায় আমি খুব আহত হয়েছি ৷ মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছি ৷ আপনারা আমার জন্য অপেক্ষা করছিলেন বলেই আমি স্টেজে উঠেছি ৷ না হলে স্টেজে ওঠার কোনও ইচ্ছেই ছিল না৷’
advertisement
পুরো ঘটনা ব্যাপারে অবশ্য কিছুই বলতে চাননি ফালাকাটা কলেজের অধ্যক্ষ হিরেন্দ্র নাথ মুখোপাধ্যায়৷ শুধু জানিয়েছেন, ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2015 7:15 PM IST