বড়দিনের দিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট, পারদ নিম্নমুখী, কনকনে ঠাণ্ডা। সব মিলিয়ে, ক্রিসমাসে ফেসটিভ মুডে পাহাড়। পর্যটকদের জন্য উপভোগ্য ওয়েদার। শিলিগুড়িতে আজ হালকা মেঘ, হালকা রোদ। সেই সঙ্গেই রয়েছে কুয়াশা। সব মিলিয়ে বেশ ঠাণ্ডা। আগুন পোহাচ্ছেন অনেকেই। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি। বড়দিনে ঠাণ্ডার মুড। দার্জিলিংয়েও হালকা মেঘ, হালকা রোদ। কোথাও কোথাও আবার কুয়াশা। ক্রিসমাসে জমজমাট ম্যাল। কালিম্পংয়েও বেশ ঠাণ্ডা। মেঘ আর কুয়াশার ঘনঘটা। খোশমেজাজে পর্যটকেরা। সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি।
advertisement
আরও পড়ুনঃ আলো-ফুলের সাজে বেলুড় মঠে যিশু আরাধনা! ক্যারল-বাইবেল পাঠে জমজমাট বড়দিনের উৎসব, বাড়ি বসেই দেখুন ছবি
বড়দিনে জলপাইগুড়িতে কুয়াশাচ্ছন্ন আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৮ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশেও কুয়াশার দাপট। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কুয়াশায় ঢাকা চারিদিক।
উত্তর দিনাজপুরের আকাশ আজ পরিষ্কার। শীতকালের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে অবশ্য কুয়াশায় ঢাকা আকাশ, কনকনে ঠাণ্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরের আকাশও কুয়াশাচ্ছন্ন। জমজমাট শীতের আমেজ। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও কুয়াশায় ঢাকা আকাশ।
