গত দুদিন ধরে উত্তরের পাহাড়-সমতলে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। শুক্রবারও অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সরস মেলা। তবে সতর্কতার কারণে মেলা বন্ধ করা হলেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের মেলা বসবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে কি নতুন খবর? যেখানে একদিন একঘরে হতে হয়েছিল, সেখানেই স্বমহিমায় দিলীপ ঘোষ!
advertisement
পাহাড় সমতলে প্রবল বৃষ্টির মধ্যেই তুষারে ঢাকল সিকিম। পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব ও উত্তর সিকিমের একাধিক উচ্চভূমি অঞ্চলে। বিশেষ করে ছাঙ্গু, নাথু-লা ও লাচুং সাদা বরফে ঢেকে গিয়েছে।
রাতভর চলা তুষারপাতের জেরে শুক্রবার সকাল নাগাদ সড়ক ও পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে পড়েছে বরফের স্তর, যার প্রভাব পড়েছে যান চলাচলেও। উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও তুষারপাতের মনোরম দৃশ্য ধরা পড়েছে। ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল সাদা চাদরে ঢাকা, রাস্তাঘাট ও গাড়ি ঘন বরফে ঢেকে গিয়েছে।
আরও পড়ুন: ‘হিরো হওয়ার চেষ্টা করছেন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
অতিরিক্ত বর্ষণের ফলে শিলিগুড়ি-মিরিক রুটে দুধিয়ায় বালাসন নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত বেইলি ব্রিজ সাময়িকভাবে শুক্রবার বিকেল ৩ টা থেকে বন্ধ করে দেওয়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। সংস্থার একটি গাড়ি ওপারে আটকে যাওয়ায় আপাতত সেটিকে মিরিকেই রাখার ব্যবস্থা করা হয়েছে, বলে জানিয়েছেন পার্থ প্রতিম রায়, চেয়ারম্যান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।