TRENDING:

North Bengal Weather: ফের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর! ফুঁসছে তিস্তা, তোর্সা, বালাসন...তুষারপাতে সাদা সিকিম

Last Updated:

পাহাড় সমতলে প্রবল বৃষ্টির মধ্যেই তুষারে ঢাকল সিকিম। পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব ও উত্তর সিকিমের একাধিক উচ্চভূমি অঞ্চলে। বিশেষ করে ছাঙ্গু, নাথু-লা ও লাচুং সাদা বরফে ঢেকে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: ফের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর। বিপদসীমার ওপরে বইছে নদী। ফুঁসছে তিস্তা, তোর্সা, বালাসন। পাহাড়ে জারি হয়েছে সতর্কতা। এরই মধ্যে শুক্রবার সকালে কালিম্পংয়ের ২৯ মাইলে ধস নামে। বন্ধ হয়ে যায় রাস্তা। আবহাওয়া উপেক্ষা করেই প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। অতিরিক্ত বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে দার্জিলিংয়ের চুংথুংয়ের মেরিবং প্রাথমিক স্কুলে গাছ ভেঙে পড়ে। এই সময় স্কুলে কোনও পড়ুয়া না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
advertisement

গত দুদিন ধরে উত্তরের পাহাড়-সমতলে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। শুক্রবারও অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সরস মেলা। তবে সতর্কতার কারণে মেলা বন্ধ করা হলেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের মেলা বসবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরে কি নতুন খবর? যেখানে একদিন একঘরে হতে হয়েছিল, সেখানেই স্বমহিমায় দিলীপ ঘোষ!

advertisement

পাহাড় সমতলে প্রবল বৃষ্টির মধ্যেই তুষারে ঢাকল সিকিম। পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব ও উত্তর সিকিমের একাধিক উচ্চভূমি অঞ্চলে। বিশেষ করে ছাঙ্গু, নাথু-লা ও লাচুং সাদা বরফে ঢেকে গিয়েছে।

রাতভর চলা তুষারপাতের জেরে শুক্রবার সকাল নাগাদ সড়ক ও পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে পড়েছে বরফের স্তর, যার প্রভাব পড়েছে যান চলাচলেও। উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও তুষারপাতের মনোরম দৃশ্য ধরা পড়েছে। ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল সাদা চাদরে ঢাকা, রাস্তাঘাট ও গাড়ি ঘন বরফে ঢেকে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘হিরো হওয়ার চেষ্টা করছেন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুরের গৃহবধূর তাক লাগানো বিজনেস আইডিয়া! অবসর সময়ে বানাচ্ছেন 'এইসব' জিনিস
আরও দেখুন

অতিরিক্ত বর্ষণের ফলে শিলিগুড়ি-মিরিক রুটে দুধিয়ায় বালাসন নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত বেইলি ব্রিজ সাময়িকভাবে শুক্রবার বিকেল ৩ টা থেকে বন্ধ করে দেওয়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। সংস্থার একটি গাড়ি ওপারে আটকে যাওয়ায় আপাতত সেটিকে মিরিকেই রাখার ব্যবস্থা করা হয়েছে, বলে জানিয়েছেন পার্থ প্রতিম রায়, চেয়ারম্যান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Weather: ফের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর! ফুঁসছে তিস্তা, তোর্সা, বালাসন...তুষারপাতে সাদা সিকিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল