আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চ্যাচাখাতা এলাকা৷ ঘণ্টা দশেক আগে এই ঘটনারই একটি বাড়িতে হুলস্থূল পড়ে যায়৷ জানা যায়, দাদু ও মা থাকা অবস্থাতেই বাড়ি থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় সাত মাসের শিশুকন্যা৷ ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে বেশ কিছু সন্দেহজনক তথ্য৷ এরপরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে একাধিক দল তৈরি করে ঘটনার রহস্য উন্মোচনের জন্য তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: অপেক্ষার শেষ! বারাণসীকে বন্দে ভারত উপহার নরেন্দ্র মোদির, আরও ৩ রুটে উদ্বোধন পরিষেবার
রাত হতেই ঘুরে যায় তদন্তের মোড়। উধাও হওয়া শিশুকন্যার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে বেশ কিছু বিষয়ে সন্দেহ জাগে পুলিশের। এরপরেই পুলিশ নিখোঁজ শিশুর মা’কে সন্দেহ করে তদন্তের অগ্রগতি বাড়ায়। টানা ১০ ঘণ্টা শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করার পরে, আসে সেই মর্মান্তিক স্বীকারোক্তি৷
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে বড় সেনা অভিযান, জঙ্গি-জাল ছিঁড়তে কুলগাম, ডোডা, রাজৌরিতে তল্লাশি
জানা গিয়েছে, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই একের পর এক অশান্তি চলত৷ তাতেই নিজের সাত মাসের শিশুকন্যাকে নিজের হাতে খুন করে তারই মা পুজা দে ঘোষ৷ শিশুর মাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের এক পুকুরের ধার থেকে ওই উধাও হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায়, মৃত শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর দেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ।
