বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: বাগডোগরা গোঁসাইপুর নতুনপাড়ায় স্বাস্থ্য কেন্দ্রের পেছনে মদের আসর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য বাড়ছে। মৃত যুবকের নাম অভি গুহ ওরফে গোড়া। সে বাগডোগরা পুটিমারিতে ভাড়া থাকত বলে জানা গিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের পেছনে মদের আসরে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
advertisement
রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, গতকাল রাতে কয়েকজন মিলে মদের আসর বসায় সুস্বাস্থ্য কেন্দ্রের পেছনে। এদিন ওই যুবককে মৃত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে জলের বোতল, মদের গ্লাস, পরনের টুপি সহ একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
এদিকে সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রের পেছনে মদের আসর বসানো ও যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাব।
