জানা যায়,প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নাম্বার সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়।আজ ভোরে বাগানের শ্রমিকেরা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়।কাছে গিয়ে দেখে যে একটি চিতাবাঘ খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে।
advertisement
খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় চিতাবাঘ দেখার জন্য।খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যায়।উল্লেখ্য, প্রায় সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়।বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে শ্রমিকরা দাবি করেন।ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনো হদিস মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচা বসানো হয়।ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পরে বলে জানা যায়।
আরও পড়ুন - Hair Care Tips: খুশকি, রুক্ষ চুলের একটাই সমাধান! ব্যবহার করুন এই বিশেষ হেয়ার মাস্ক!
আরও পড়ুন - Malda News: বিয়ে বাড়ির মহানন্দ পরিণতি হল ঘোর কালো অন্ধকারে...
খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়,চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।।
Rocky Chowdhary