TRENDING:

North Bengal Medical College : স্বাস্থ্যবিধি ভেঙে জন্মদিন এবং নবীন বরণ পালন! উত্তরবঙ্গ মেডিকেলে কি এর জেরেই সংক্রমণ বাড়ল?

Last Updated:

North Bengal Medical College : শিলিগুড়ি পুর এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭, নকশালবাড়িতে সচেতনতা বাড়াতে পথে বিডিও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: করোনা আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের পাহাড়, সমতলের চার ব্লক এবং শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড মিলিয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৯২ জন। গতকালের চেয়ে ১৭ জন বেশি। এর মধ্যে পুর এলাকাতেই আক্রান্ত ৯৬ জন। পাহাড়ে সংখ্যাটা ৩৫। আর সমতলের চার ব্লক মিলিয়ে সংখ্যাটা ৬১ জন।
স্বাস্থ্যবিধি ভেঙে জন্মদিন এবং নবীন বরণ পালন! উত্তরবঙ্গ মেডিকেলে কি এর জেরেই সংক্রমণ বাড়ল?
স্বাস্থ্যবিধি ভেঙে জন্মদিন এবং নবীন বরণ পালন! উত্তরবঙ্গ মেডিকেলে কি এর জেরেই সংক্রমণ বাড়ল?
advertisement

উত্তরবঙ্গ মেডিকেল (North Bengal Medical College)ক্যাম্পাসে হু হু করে বাড়ছে সংক্রমণ। কলেজ অধ্যক্ষ সহ বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক, নার্স আক্রান্ত। তিন দিনে ৪৯ জন জুনিয়র চিকিৎসক, পড়ুয়া আক্রান্ত হয়েছেন। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মী ধরলে সংখ্যাটা আরও বেশি। আক্রান্ত হয়েছেন কোভিডের ভারপ্রাপ্ত ওএসডি সুশান্ত রায়ও। অভিযোগ, গত ৩০ ডিসেম্বর আড়ম্বরতার সঙ্গেই সুশান্ত রায়ের জন্মদিন পালন করা হয় মেডিকেলে। সেখান থেকেই কি সংক্রমণ ছড়িয়েছে? সেই সম্ভাবনারই অভিযোগ তুলেছেন এক চিকিৎসকও।

advertisement

যদিও তা অস্বীকার করেছেন হাসপাতাল সুপার। তিনি বলেন, জন্মদিনের কথা জানা নেই। তবে কীভাবে সংক্রমণ ছড়ালো, তা বোঝা মুশকিল। এবং ৩১ ডিসেম্বর ঘটা করে নবীন বরণও হয় মেডিকেল কলেজে। স্বাস্থ্য প্রতিষ্ঠানেই কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে। তবে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে মেডিকেলে (North Bengal Medical College), তাতে আগামীদিনে চিকিৎসা পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে উদ্বেগে হাসপাতাল সুপার।

advertisement

এদিকে গ্রাফ বাড়ায় শিলিগুড়িতে বাড়লো কনটেনমেন্ট জোন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের গার্লস হস্টেলকে কনটেনমেন্ট জোন করা হল। মাটিগাড়ার একটি আবাসনকেও কনটেনমেন্ট জোন করা হল। পাশাপাশি পুরসভার ১৬, ২৩ এবং ৩০-এর আংশিক এলাকাকে কনটেইনমেন্ট জোন করা হয়েছে।

আরও পড়ুন- কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা রবিবার! বাড়তি ট্রেন শিয়ালদহ ডিভিশনের

কোভিড আক্রান্ত হয়েছেন ৩ পর্যটক। শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে এসছিলেন তারা। গতকালই তাঁদের সোয়াব পাঠানো হয় ল্যাবে। রিপোর্ট পজিটিভ এসছে বলে জানান দার্জিলিং জেলা হাসপাতালের সুপার শুভাশিস চন্দ। তিনি জানান, পাহাড়েও সংক্রমণ ছড়াচ্ছে। অবিলম্বে পর্যটকদের বেড়াতে আসা বন্ধ করতে হবে।

advertisement

আরও পড়ুন- রাতের বিধিনিষেধে কড়া নজর রাখতে হবে, পুলিশকে নির্দেশ মুখ্যসচিবের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন নকশালবাড়ির বিডিও। বাস থামিয়ে নিজেই চড়লেন। মাস্ক না পরায় বাস থেকে নামিয়েও দিলেন যাত্রীদের। বাসের গায়ে সাঁটানো হল "নো মাস্ক, নো এন্ট্রি!" পথচলতি সাধারণ মানুষকেও মাস্ক পরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিডিও অরিন্দম মণ্ডল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Medical College : স্বাস্থ্যবিধি ভেঙে জন্মদিন এবং নবীন বরণ পালন! উত্তরবঙ্গ মেডিকেলে কি এর জেরেই সংক্রমণ বাড়ল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল