বৃহস্পতিবার রাতের ঘটনায় আক্রান্ত প্রতিবেশীর মেয়েকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই যুবতী রায়গঞ্জ পুরসভার একটি ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: দুটি বিয়ে করতেই হবে, নাহলেই পুরুষকে ঢুকতে হবে জেলে! ‘এই’ জায়গার এমনই সরকারি নিয়ম
advertisement
তার অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে প্রতিবেশী দুই পরিবারে বিবাদ হয়। এরপর আচমকাই প্রতিবেশী পরিবারের দুইজন পুরুষ ও একজন মহিলা তাদের বাড়িতে ঢুকে আক্রমণ চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: সে কী! একদমই সত্যি কথা… এই আজব নেশাই এখন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেশার একটি
যুবতীর দুই হাতের আঙুলে কামড়ে দেয় বলেও অভিযোগ। শ্লীলতাহানি করা হয় যুবতীর মায়ের বলেও অভিযোগ। এই ঘটনায় লিখিত অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দারস্থ হয় ওই যুবতীর পরিবার। আহত যুবতীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।