তিস্তা নদীর জলস্তর কিছুটা কমলেও সোমবার সকাল থেকেই উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি। রাতে কিছুটা স্বস্তি দেওয়ার পর আজ, সোমবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। তাতেই উদ্বিগ্ন নদী পাড়ের বাসিন্দারা। গতকাল, রবিবার সিকিম পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ আকার নিয়েছিল তিস্তা এবং জলঢাকা নদী। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে এসে ছিলেন দশ হাজারের বেশি মানুষ। জল কমায় কিছুটা স্বস্তি ফেরালেও ফের উদ্বেগ বাড়াল বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতির প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও ৷ বেশ কয়েকটি ট্রেন এখন নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলছে ৷ দেখে নিন সেই তালিকা ৷
advertisement
১) পদাতিক এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে
২) উত্তরবঙ্গ এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে
৩) তিস্তা তোর্ষা এক্সপ্রেস ১৪ ঘণ্টা লেটে চলছে
৪) কাঞ্চনকন্যা এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা লেটে চলছে
৫) সরাইঘাট ৭ ঘণ্টা লেটে চলছে
৬) কামরূপ এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে
৭) ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস ১০ ঘণ্টা লেটে চলছে
**ডাউন ট্রেন
শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে পাহাড়ে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।