জানা যাচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে থাকা বাঁধের প্রায় ১৫০ মিটার অংশের প্রায় ৯০% জলের স্রোতে ভেসে গিয়েছে। সেই সঙ্গেই নদীর বাঁধের উপর দিয়ে বন দফতরের নজরদারির জন্য যে রাস্তা ছিল, সেটিও সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে গিয়েছে।
advertisement
এই ঘটনায় বন দফতরের কর্মী থেকে শুরু করে বানারহাট ব্লকের আপার কলাবাড়ি ও রেড ব্যাঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় এখন থেকে জঙ্গলের নজরদারিতে ব্যাপক সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বনকর্মীরা।
এছাড়া সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল, ভুটান পাহাড়ে যদি ফের ভারী বৃষ্টি শুরু হয়, তাহলে ডায়না নদীর জল আরও বেড়ে গোটা সংরক্ষিত বনাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং অস্থায়ীভাবে ভাঙন রোধে জরুরি মেরামতির কাজ শুরু করেছেন।