TRENDING:

North Bengal Disaster: ডায়না নদীর বাঁধে ভাঙন, নদীগর্ভে তলিয়েছে রাস্তা! ভুটান পাহাড়ে ফের ভারী বৃষ্টি হলে..! বাড়ছে উদ্বেগ

Last Updated:

North Bengal Disaster: ভুটানের পাহাড়ি জলে ফুলে ওঠা ডায়না নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জানা যাচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে থাকা বাঁধের প্রায় ১৫০ মিটার অংশের প্রায় ৯০ শতাংশই জলের স্রোতে ভেসে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন জেলায় জেলায় ভারী বর্ষণ হচ্ছে। এই আবহে ভুটানের পাহাড়ি জলে ফুলেফেঁপে ওঠা ডায়না নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বনাঞ্চল ও গ্রামাঞ্চল ঘিরে আশঙ্কা।
ডায়না নদীর বাঁধে ভাঙন
ডায়না নদীর বাঁধে ভাঙন
advertisement

জানা যাচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে থাকা বাঁধের প্রায় ১৫০ মিটার অংশের প্রায় ৯০% জলের স্রোতে ভেসে গিয়েছে। সেই সঙ্গেই নদীর বাঁধের উপর দিয়ে বন দফতরের নজরদারির জন্য যে রাস্তা ছিল, সেটিও সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ! টানা বৃষ্টির জেরে গণ্ডারের মৃত্যু, নদীতে ভেসে গিয়ে মর্মান্তিক পরিণতি

advertisement

এই ঘটনায় বন দফতরের কর্মী থেকে শুরু করে বানারহাট ব্লকের আপার কলাবাড়ি ও রেড ব্যাঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় এখন থেকে জঙ্গলের নজরদারিতে ব্যাপক সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বনকর্মীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এছাড়া সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল, ভুটান পাহাড়ে যদি ফের ভারী বৃষ্টি শুরু হয়, তাহলে ডায়না নদীর জল আরও বেড়ে গোটা সংরক্ষিত বনাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং অস্থায়ীভাবে ভাঙন রোধে জরুরি মেরামতির কাজ শুরু করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Disaster: ডায়না নদীর বাঁধে ভাঙন, নদীগর্ভে তলিয়েছে রাস্তা! ভুটান পাহাড়ে ফের ভারী বৃষ্টি হলে..! বাড়ছে উদ্বেগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল