Rhino Death in Gorumara: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ! টানা বৃষ্টির জেরে গণ্ডারের মৃত্যু, নদীতে ভেসে গিয়ে মর্মান্তিক পরিণতি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Rhino Death in Gorumara: গতকাল রাতে ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যায়। রাতে প্রবল স্রোতে গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীতে একটি পূর্ণবয়স্ক মহিলা গণ্ডার ভেসে যায়। আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ উত্তরবঙ্গের গরুমারা জঙ্গলে বেড়ে উঠছিল একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা। এই নিয়ে বন দফতর থেকে শুরু করে পর্যটন মহল পর্যন্ত আনন্দ ছড়িয়েছিল। অসম ও বাংলা, দেশের এই দুই রাজ্যে একশৃঙ্গ গণ্ডারের দেখা মেলে। সেই টানেই প্রতিবছর গরুমারা ও জলদাপাড়ার জঙ্গলে ভিড় জমে। তবে এবার একটি পূর্ণবয়স্ক গণ্ডারের মৃত্যু হল।
গতকাল রাতে ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যায়। রাতের বেলা প্রবল স্রোতে গরুমারা জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা জলঢাকা নদীতে একটি পূর্ণবয়স্ক মহিলা গণ্ডার ভেসে যায়। রবিবার সকালে জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন এলাকা থেকে গণ্ডারটির মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ মোবাইল দেখা নিয়ে মা-বাবার বকুনি! বিষ খেয়ে নিজেকে শেষ করে দিল দশম শ্রেণির পড়ুয়া, লরির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় পূর্ণবয়স্ক এক মহিলা গণ্ডারের মৃত্যু হয়েছে। গরুমারা ডিভিশনের অতিরিক্ত ডিএফও রাজীব দেব জানান, গত রাতের অবিরাম বৃষ্টির ফলে জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। সেই স্রোতেই গণ্ডারটি ভেসে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার তিনি বলেন, এই গণ্ডারের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কারণ দূরদূরান্তের পর্যটকরা এই গণ্ডার দেখতেই ছুটে আসেন। গরুমারা জঙ্গলে যদি গণ্ডার না থাকে তাহলে পর্যটকের সংখ্যাও কমে আসবে বলে মনে করছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 05, 2025 6:26 PM IST