TRENDING:

NJP Darjeeling Toy Train Service: তিন দিন বন্ধ টয় ট্রেন, জয় রাইডেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পর্যটকরা

Last Updated:

দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে জানা গিয়েছে, লাইন সংস্কার করাটা অত্যন্ত জরুরি। দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত রেললাইন। কার্শিয়ং এবং ঘুম স্টেশনের মাঝে রেললাইন সংস্কারের কারণেই সাময়িক বন্ধ করে দেওয়া হল টয় ট্রেন পরিষেবা। আর তাই আজ থেকে টানা ৩ দিন বন্ধ থাকছে টয়ট্রেন।
তিন দিন বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা৷
তিন দিন বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা৷
advertisement

ফলে এই তিন দিন এনজেপি এবং দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেনে সফর করার আনন্দ উপভোগ করতে পারবেন না পর্যটকরা । এতে হতাশ পাহাড়ে বেড়াতে আসা অনেকেই। কারণ দার্জিলিংয়ে বেড়াতে আসা মানেই ম্যালে ঘুরে বেড়ানো, টাইগার হিল দর্শনের সঙ্গে টয়ট্রেন চড়াও মাস্ট অনেকের কাছে৷ সেখানে টয়ট্রেন রাইড না হওয়ায় বেড়াতে আসা পর্যটকদের মন খারাপ।

advertisement

আরও পড়ুন: কড়া নজর ডায়েটে, প্রবল গরমে নাজেহাল ভিনদেশি অতিথি ম্যাকাওদের জন্য বিশেষ ব্যবস্থা কোচবিহারের রসিকবিলে

আজ দার্জিলিং স্টেশনে গিয়ে অনেক পর্যটকই জানতে পারেন বন্ধের বিষয়টি। দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে জানা গিয়েছে, লাইন সংস্কার করাটা অত্যন্ত জরুরি। দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে। তবে দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে জয় রাইড পরিষেবা চালু রয়েছে৷ আপাতত তাই এই ছোট্ট সফরেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পর্যটকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্ষা শুরু হতেই দার্জিলিং এবং জলপাইগুড়ির মধ্যে যাত্রী সমেতই বেশ কয়েক বার টয় ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটেছে৷ ফলে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ সামনেই পুজোর মরশুম৷ এর পর যাত্রী চাপ আরও বেড়ে গেলে পরিষেবা বন্ধ রেখে লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা মুশকিল হবে৷ সেকথা মাথায় রেখেই এই সময়ই লাইন মেরামতির কাজ শেষ করে ফেলা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
NJP Darjeeling Toy Train Service: তিন দিন বন্ধ টয় ট্রেন, জয় রাইডেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল