ফলে এই তিন দিন এনজেপি এবং দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেনে সফর করার আনন্দ উপভোগ করতে পারবেন না পর্যটকরা । এতে হতাশ পাহাড়ে বেড়াতে আসা অনেকেই। কারণ দার্জিলিংয়ে বেড়াতে আসা মানেই ম্যালে ঘুরে বেড়ানো, টাইগার হিল দর্শনের সঙ্গে টয়ট্রেন চড়াও মাস্ট অনেকের কাছে৷ সেখানে টয়ট্রেন রাইড না হওয়ায় বেড়াতে আসা পর্যটকদের মন খারাপ।
advertisement
আজ দার্জিলিং স্টেশনে গিয়ে অনেক পর্যটকই জানতে পারেন বন্ধের বিষয়টি। দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে জানা গিয়েছে, লাইন সংস্কার করাটা অত্যন্ত জরুরি। দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে। তবে দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে জয় রাইড পরিষেবা চালু রয়েছে৷ আপাতত তাই এই ছোট্ট সফরেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পর্যটকরা৷
বর্ষা শুরু হতেই দার্জিলিং এবং জলপাইগুড়ির মধ্যে যাত্রী সমেতই বেশ কয়েক বার টয় ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটেছে৷ ফলে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ সামনেই পুজোর মরশুম৷ এর পর যাত্রী চাপ আরও বেড়ে গেলে পরিষেবা বন্ধ রেখে লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা মুশকিল হবে৷ সেকথা মাথায় রেখেই এই সময়ই লাইন মেরামতির কাজ শেষ করে ফেলা হচ্ছে৷