মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের বাসিন্দা রেশমা খাতুন। গত ১৬ আগস্ট, শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। কিন্তু প্রসব হওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। দীর্ঘক্ষণ প্রসব না হওয়ায় পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রেফার চেয়েছিলেন। কিন্তু অভিযোগ প্রথমে হাসপাতাল থেকে রেফার করা হয়নি।
আরও পড়ুনঃ ৫ দিন ধরে জ্বর, সকাল থেকে শুরু শ্বাসকষ্ট! ‘ইঁদুর জ্বর’ আতঙ্কের মাঝেই মৃত্যু ১৪ বছরের কিশোরের
advertisement
শেষ পর্যন্ত গতকাল রাতে ওই মহিলাকে রেফার করার পর পরিবারের লোকজন প্রসূতিকে চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে সিজার হওয়ার পর মৃত শিশু প্রসব হয়।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেই মায়ের গর্ভে ওই সদ্যোজাতের মৃত্যু হয়েছিল। এরপর পরিবারের লোকজন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত সদ্যোজাতের দেহ একটি বাক্স করে নিয়ে এসে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।