TRENDING:

West Bengal News: স্কুল বন্ধ, তবু হঠাৎই খুশিতে ভরে উঠল খড়িবাড়ির পড়ুয়াদের মন! কেন?

Last Updated:

West Bengal News: শিলিগুড়ির খড়িবাড়িতে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের মহড়া, খুশী খুদে পড়ুয়া থেকে অভিভাবকেরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি:  স্কুল কবে খুলবে, তা এখনও অনিশ্চয়তার দোলাচালে। ২ বছরের কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় বন্ধ। ক্লাস নাইন থেকে মাঝে দিন কয়েক খোলা ছিল। কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ফের বন্ধ করা হয় স্কুলের দরজা। সর্বত্র স্কুল খোলার দাবী জোরালো হয়েছে। শুরু হয়েছে আন্দোলন। রাজ্যজুড়েই সরব ডান, বাম সব রাজনৈতিক দল। কিন্তু রাজ্য এখোনো সবুজ সংকেত দেয়নি। কার্যত স্কুল খোলা নিয়ে প্রশ্ন উঠছে।
শিলিগুড়িতে খুশির হাওয়া
শিলিগুড়িতে খুশির হাওয়া
advertisement

কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়। স্কুল খোলার পরিবর্তে পাড়ায় পাড়ায় শিক্ষালয় চালুর পক্ষে রায় দিয়েছে রাজ্য। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রীও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এদিকে সরস্বতী পুজোর পর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়! তারই মহড়া আজ হল শিলিগুড়ির খড়িবাড়িতে।

আরও পড়ুন: বাড়ির সামনে নৃশংস হামলা! ব্যারাকপুরে গুলি করে, কুপিয়ে খুন তৃণমূল নেতা

advertisement

এদিন গ্রামের ২২জন খুদে পড়ুয়াকে আনা হল এক ছাতার তলায়! প্রায় ২ বছর পর হল ক্লাস! ক্লাস নিলেন স্কুলেরই শিক্ষিকা। খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম ওয়ারিশজোতে হল এই ক্লাস। গ্রামের ছাত্র, ছাত্রীদের কাছে অনলাইনে পড়াশোনা সম্ভব হয়নি। আর্থিক অনটনের জেরে স্মার্ট ফোন তাদের কাছে বিলাসিতা। আর তাই কার্যত পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিল গ্রামের কচিকাঁচারা। আজ আবার চালু হল ক্লাস। স্কুলে নয়, বাড়ির পাশের পাড়ায় হল সেই ক্লাস! উপস্থিত হয় পড়ুয়ারা। সঙ্গে ছিল তাদের অভিভাবকেরাও। নির্দিষ্ট সময় ধরে হল ক্লাস। একেবারে কোভিড বিধি মেনে।

advertisement

আরও পড়ুন: রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু বাংলায় ফের হবে বৃষ্টি! যা পূর্বাভাস...

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিন সুপর্ণা সিংহ, গৌরী সিংহের মতো অভিভাবকেরাও একসুরে বলছেন, আর বন্ধ নয়, দ্রুত খুলে যাক স্কুলের দরজা। আর করোনা, করোনা নয়। বাড়িতে পড়াশোনা হয়ে ওঠে না। স্কুল চালু হোক দ্রুত। আজ পাড়ার স্কুলে এসে খুশী খুদে পড়ুয়ারাও। কেমন চলছে মহড়া? তা খতিয়ে দেখতে আসেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। তিনি জানান, শিক্ষক, শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনাই লক্ষ্য। সেইসঙ্গে স্কুল ছুটদের ফের বিদ্যালয়মুখী করাই একমাত্র লক্ষ্য

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: স্কুল বন্ধ, তবু হঠাৎই খুশিতে ভরে উঠল খড়িবাড়ির পড়ুয়াদের মন! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল