Barrackpore Shootout: বাড়ির সামনে নৃশংস হামলা! ব্যারাকপুরে গুলি করে, কুপিয়ে খুন তৃণমূল নেতা

Last Updated:

রাস্তায় একা পেয়ে দুষ্কৃতীরা চড়াও হয় গোপালবাবুর উপরে। খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি চালিয়ে এলোপাথাড়ি ভাবে কোপানো হয় বলে অভিযোগ (TMC Leader Killed at Barrackpore)।

নিহত তৃণমূল নেতা গোপাল মজুমদার৷
নিহত তৃণমূল নেতা গোপাল মজুমদার৷
#ব্যারাকপুর: প্রথমে গুলি, তার পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথা থেঁতলে দেওয়া হল (TMC Leader Killed at Barrackpore)৷ ব্যারাকপুরের ইছাপুরে বাড়ির সামনে নৃশংস ভাবে খুন করা হল এক তৃণমূল নেতাকে৷ নিহত তৃণমূল নেতা গোপাল মজুমদার উত্তর ব্যারাকপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটরের স্বামী (Barrackpore Shootout)৷ এই হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর দিকে আঙুল তুলেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷
জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে আটটা নাগাদ ইছাপুরের মজুমদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে হেঁটে ৩ নম্বর বাপুজি কলোনির দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। তখন রাস্তায় একা পেয়ে দুষ্কৃতীরা চড়াও হয় গোপালবাবুর উপরে। খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি চালিয়ে এলোপাথাড়ি ভাবে কোপানো হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী এসে গোপালবাবুর উপরে হামলা চালায়৷ গুরুতর আহত অবস্থায় গোপালবাবুকে উদ্ধার করে প্রথমে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা।
advertisement
এই ঘটনায় সরাসরি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক৷ তাঁর অভিযোগ, 'তিন দিন আগে অর্জুন সিং-এর ঘনিষ্ঠ বিজয় মুখোপাধ্যায়ের কথা কাটাকাটি হয়৷ অর্জুন সিং ক্রিমিনাল পাঠিয়ে বাড়ির সামনে এরকম একজন শান্ত মানুষকে খুন করল৷ আশা করব পুলিশ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করবে৷' অর্জুন সিং-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ঘটনাস্থলে পৌঁছন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী৷
advertisement
হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, তৃণমূলের দলীয় অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন গোপাল মজুমদার৷
Arun Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barrackpore Shootout: বাড়ির সামনে নৃশংস হামলা! ব্যারাকপুরে গুলি করে, কুপিয়ে খুন তৃণমূল নেতা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement