এদিকে, কালনার কৈখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ। পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে দুরমুশ ও বটির বাট করে ব্যাপক মারধর স্বামীর। বর্ধমান মেডিক্যালে মৃত্যু মরিয়ম বিবি নামে ওই মহিলার। অভিযুক্ত স্বামী রাকিব শেখকে আটক করেছে কালনা থানার পুলিশ।
আরও পড়ুন: ৪ দিন আগে ঢুকেছিলেন বাথরুমে, যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ! হাড়হিম ঘটনা...
advertisement
আক্রান্ত ওই মহিলার মা শাকিলা বিবি। মহিলার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী নানান ভাবে তাঁর মেয়েকে সন্দেহ করে মারধর করত। গত তিনদিন যাবৎ মারধরের মাত্রা বাড়িয়ে দেয় সে। মঙ্গলবার সকালে বটির বাট এবং মুখে দুরমুশ চেপে ধরে। এতেই গুরুতর জখম হয় মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেয়।
