বাসে ওঠার পর যতক্ষণ না টিকিট কাটা হচ্ছে শান্তি নেই! অনেক সময় ভিড় বাসে ধাক্কাধাক্কি করেই কন্ডাক্টরের থেকে টিকিট কাটতে হয়। তবে স্মার্ট কার্ড চালু হলে সেই ঝক্কি অনেকটা কমবে। ওই কার্ড একবারে কিনে নিলে যাত্রীরা বাসে থাকা কন্ডাক্টরের কাছে রাখা মেশিনে সোয়াইপ করে নিলেই ভাড়া কেটে নেওয়া হবে।
আরও পড়ুনঃ বাড়ি ফেরা হল না! বাইকে বাসের ধাক্কা, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্কুল শিক্ষিকার
advertisement
পুজোর আগেই এই স্মার্ট কার্ড চালু করতে চলেছে উত্তরের এই পরিবহণ সংস্থা। প্রথমে ওই কার্ডের মাধ্যমে শুধুমাত্র NBSTC-এর বাসে চলাচল করলেও পরবর্তীতে রাজ্যের অন্যান্য পরিবহণের বাসেও চড়া যাবে।
মেট্রোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড ব্যবহার হয়। ফলে রোজ টিকিট কাটার ঝক্কি পোহাতে হয় না নিত্যযাত্রীদের। এবার বাসের ক্ষেত্রে সেই উদ্যোগ নিল এনবিএসটিসি। পুজোর আগেই স্মার্ট কার্ড চালু করতে চলেছে এই পরিবহণ সংস্থা।