TRENDING:

Siliguri| Bangla News|| বাগডোগরার বেঙডুবি সেনা ছাউনিতেও মর্যাদার সঙ্গে রাষ্ট্রীয় একতা দিবস পালন!

Last Updated:

Siliguri News: অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় স্কুল পড়ুয়া, মহিলারাও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বেঙডুবি সেনা ছাউনির উদ্যোগে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। শিলিগুড়ির গঙ্গারাম চা বাগানে যা পালন করা হয় বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে বেঙডুবি সেনা ছাউনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি পালন করার কথা ঘোষণা করেন। সেইমতো প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে দেশে। দেশের বিভিন্ন প্রান্তের মতো শিলিগুড়ির বাগডোগরার কাছে বেঙডুবি সেনা বাহিনীর উদ্যোগেও তা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।
বাগডোগরার বেঙডুবি সেনা ছাউনিতে রাষ্ট্রীয় একতা দিবস পালন।
বাগডোগরার বেঙডুবি সেনা ছাউনিতে রাষ্ট্রীয় একতা দিবস পালন।
advertisement

মূলত সর্দার বল্লভ ভাই প্যাটেলকে জন্মদিবসের শ্রদ্ধাঞ্জলী জানিয়েই দিনটি পালন করা হয়।বেঙডুবি সেনা ছাউনির উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবসের অঙ্গ হিসেবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোভিড বিধির কথা মাথায় রেখেই অনলাইনে চলে প্রতিযোগিতা। অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। অনলাইনে তর্ক-বিতর্ক, বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রতিযোগিতার বিষয়জুড়ে ছিল "লৌহমানব" সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলী। এক প্রেস বিবৃতিতে সেনা বাহিনী জানিয়েছে, দেশের ঐক্য, সংহতি, নিরাপত্তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।রাষ্ট্রীয় একতা দিবসের উদ্দেশ্য হল ভারতীয় সেনা বাহিনীর মনোবল আরো চাঙ্গা করা। সেইসঙ্গে নতুন প্রজন্মের ছেলে, মেয়েদের দেশের প্রতি আনুগত্য তৈরী করা। আর তাই স্কুলের পড়ুয়াদের নিয়ে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা মেলে ধরে। অনলাইন ক্যুইজেও পড়ুয়াদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। অংশ নেয় সেনা জওয়ান থেকে মহিলারাও।

advertisement

মূলত নতুন প্রজন্মকে সেনা বাহিনীতে যোগদানের প্রতি আগ্রহমুখী করে তোলাও অন্যতম উদ্দেশ্য এই ধরনের দিবস পালনের মধ্য দিয়ে বলে এক সেনা কর্তা জানান। ২০১৬ সালে রাষ্ট্রীয় একতা দিবসের বিষয় ছিল "ভারতের সংহতি"। ২০১৮ সালে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩অতম জন্মদিবস উপলক্ষ্যে সুউচ্চ মূর্তির উদ্বোধন করা হয়। গুজরাটে সুউচ্চ মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় যাকে বলা হয় " ঐক্যের মূর্তি"!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!
আরও দেখুন

Partha Sarkar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri| Bangla News|| বাগডোগরার বেঙডুবি সেনা ছাউনিতেও মর্যাদার সঙ্গে রাষ্ট্রীয় একতা দিবস পালন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল