প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। মৃত যুবকের নাম ডেভিড ওরাও (৩৮)। জানা গিয়েছে, গতকাল রাতে চা বাগানের চার নম্বর লাইনে ছুরি দিয়ে খুন করা হয় ওই যুবককে। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন? তা তদন্ত করে দেখছে নাগরাকাটা থানার পুলিশ।
আরও পড়ুন: অশ্রাব্য গালি, অ্যাসিড হামলার হুমকি দিয়ে বধূকে লাগাতার চিঠি! ছড়াচ্ছে আতঙ্ক...
advertisement
জানা গিয়েছে, মৃত ডেভিড ওরাও রাতে বাড়িতেই ছিল। সেই সময়ে বাগানেরই এক ব্যক্তি ডেভিডকে বাড়ির বাইরে রাস্তায় ডাকে। ডেভিড রাস্তায় এলে গলায় ছুরি মেরে দেয় ওই ব্যক্তি। এরপর পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিড ওরাওয়ের। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রাতেই ওই এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে। মৃতদেহ শুক্রবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে নাগরাকাটা থানার পুলিশ। এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।