TRENDING:

North Bengal news: শিলিগুড়ি এসএনটি বাস টার্মিনাসে রহস্য! মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি আধুনিক পিস্তল-সহ ধৃত যুবক

Last Updated:

North Bengal news: শিলিগুড়ি শহরের এসএনটি বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অটোমেটিক পিস্তল উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। সঙ্গে মিলেছে দুই রাউন্ড তাজা কার্তুজও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ি শহরের এসএনটি বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অটোমেটিক পিস্তল উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। সঙ্গে মিলেছে দুই রাউন্ড তাজা কার্তুজও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হওয়ার পর গোটা ঘটনার পেছনে কোন চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।
অস্ত্র উদ্ধার
অস্ত্র উদ্ধার
advertisement

আরও পড়ুন: চালকের হার্ট অ্যাটাকের জেরে দুর্ঘটনা! ডিভাইডার টপকে পর পর গাড়িতে ধাক্কা, মৃত ৪, আহত অনেকে

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে—এসএনটি বাস টার্মিনাসের আশপাশে এক যুবক সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে, এবং তার কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে। খবর পাওয়ার পরেই প্রধাননগর থানার একটি বিশেষ টিম সেখানে পৌঁছে অভিযানে নামে। আটক করা হয় এক যুবককে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকেই উদ্ধার হয় ওই বিদেশি তৈরি আধুনিক পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ।

advertisement

আরও পড়ুন: ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি

সেরা ভিডিও

আরও দেখুন
চূর্ণী নদীতে কুমির আতঙ্ক, মাছ ধরার জন্য ছিপ ফেলতেই মিলল দর্শন!
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সাগর মঙ্গর। বাড়ি কালিম্পং জেলায়। সে কোন উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছিল, কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে এবং কার সঙ্গে যোগাযোগ ছিল—সব দিকেই তদন্ত শুরু হয়েছে। অস্ত্র উদ্ধারের পেছনে বড় কোনও চক্র জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তকারীরা আশা করছেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র আসার রুট এবং সম্ভাব্য দালালচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal news: শিলিগুড়ি এসএনটি বাস টার্মিনাসে রহস্য! মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি আধুনিক পিস্তল-সহ ধৃত যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল