পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে—এসএনটি বাস টার্মিনাসের আশপাশে এক যুবক সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে, এবং তার কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে। খবর পাওয়ার পরেই প্রধাননগর থানার একটি বিশেষ টিম সেখানে পৌঁছে অভিযানে নামে। আটক করা হয় এক যুবককে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকেই উদ্ধার হয় ওই বিদেশি তৈরি আধুনিক পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ।
advertisement
আরও পড়ুন: ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সাগর মঙ্গর। বাড়ি কালিম্পং জেলায়। সে কোন উদ্দেশ্যে শিলিগুড়িতে এসেছিল, কার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে এবং কার সঙ্গে যোগাযোগ ছিল—সব দিকেই তদন্ত শুরু হয়েছে। অস্ত্র উদ্ধারের পেছনে বড় কোনও চক্র জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃতকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তকারীরা আশা করছেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র আসার রুট এবং সম্ভাব্য দালালচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।
