লোকসভা ভোটের সাফল্যের রেশ থাকতে থাকতে পুরভোট হলে ফল ভাল হবে। তাতে এলাকাবাসীর কাছে নাগরিক পরিষেবা যেমন আরও ভালভাবে পৌঁছে দেওয়া যাবে, তেমনই বিরোধীদের মুখও বন্ধ হবে।
advertisement
কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে ভোট করিয়ে পুরসভাগুলির হাতে বছর খানেক সময় দেওয়া হলে তারাও কাজ করার সুযোগ পাবে। তাতে ফল মিলতে পারে হাতেনাতে। লোকসভা ভোটের ফলের নিরিখে রাজ্যের ৬৯টি পুরসভায় পিছিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
advertisement
তাই তাদের নজর এখন বকেয়া পুরভোট করানোর দিকে। ’২৬-এর ভোটের দামামা বাজার আগেই এই পুরসভাগুলির অধিকাংশ শাসকদলের অধীনে এসে গেলে পরিষেবা নিয়ে যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া দেখা যাচ্ছে, তার বাধা হেলায় এড়িয়ে যেতে পারবেন মমতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 1:07 PM IST