বুনো হাতি শনিবার ভোরে দলসিংপাড়া চা বাগানে গুদামলাইন এলাকায় সামিনা বিবির ঘরে হানা দেয়। তাঁর ঘরের একপাশের পাকা দেওয়াল ভেঙে দেয়। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিল সামিনা বিবির ছেলে সোহেল আনসারি। হাতি ঘর ভাঙলে ঘরের দেওয়াল ভেঙে সোহেল আনসারির উপরে পড়ে। কোনওক্রমে চাঙড় সরিয়ে উঠতে গিয়েই সে দেখে বিশালকার হাতিটি দাঁড়িয়ে রয়েছে। শুঁড় দিয়ে তাঁকে ধরার চেষ্টা করে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন : সত্যজিতের সৃষ্টিই সরস্বতী পুজোর থিম! বাগদেবীর আরাধনায় চমক কালনার বীণাপাণি সংঘের
সেই সময় তার মা সামিনা বিবি চলে আসেন ঘরে। উপস্থিত বুদ্ধির জোরে সামিনা বিবি মোবাইলের টর্চের আলো হাতিটির চোখে ফেলেন। সেই সময় হাতিটি জোরে চেঁচিয়ে সেখান থেকে চলে যায়। সামিনা বিবি ছেলেকে টেনে বের করতে সক্ষম হন। এই ঘটনায় সোহেলের বুকে ও হাতে চোট লেগেছে। সামিনা বিবি জানান, “এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার চোখের সামনেই ছেলেটিকে শেষ করে দেবে। ওকে ধরেও ফেলেছিল হাতিটি। তারপর হাতে মোবাইল টা দেখে কী মনে হল টর্চ জ্বেলে দিলাম। “