TRENDING:

Mother's Courage: ঘরের দেওয়াল ভেঙে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারতে যাচ্ছে বুনো হাতি...কীভাবে ছেলেকে বাঁচালেন সাহসিনী মা, শুনলে শিউরে উঠবেন

Last Updated:

Mother's Courage:একটি বুনো হাতি বন্ধ দলসিংপাড়া চা বাগানের গুদাম লাইন ও জটু লাইন এলাকায় হানা দিয়ে দুটো বাড়ি ক্ষতিগ্ৰস্ত করে। এই ঘটনায় একজন যুবক আহত হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: মোবাইলের টর্চ জ্বেলেই এক মা হাতির আক্রমণ থেকে তাঁর ছেলেকে প্রাণে বাঁচালেন। চা বলয়ে হাতির হানা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানে হাতি চলে আসছে। এদিন ভোরবেলায় হাতির হানার ঘটনা ঘটে জেলার বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায়। জানা গিয়েছে, একটি বুনো হাতি বন্ধ দলসিংপাড়া চা বাগানের গুদাম লাইন ও জটু লাইন এলাকায় হানা দিয়ে দুটো বাড়ি ক্ষতিগ্ৰস্ত করে। এই ঘটনায় একজন যুবক আহত হয়েছেন।
সামিনা বিবির বাড়ি 
সামিনা বিবির বাড়ি 
advertisement

বুনো হাতি শনিবার ভোরে দলসিংপাড়া চা বাগানে গুদামলাইন এলাকায় সামিনা বিবির ঘরে হানা দেয়। তাঁর ঘরের একপাশের পাকা দেওয়াল ভেঙে দেয়। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিল সামিনা বিবির ছেলে সোহেল আনসারি। হাতি ঘর ভাঙলে ঘরের দেওয়াল ভেঙে সোহেল আনসারির উপরে পড়ে। কোনওক্রমে চাঙড় সরিয়ে উঠতে গিয়েই সে দেখে বিশালকার হাতিটি দাঁড়িয়ে রয়েছে। শুঁড় দিয়ে তাঁকে ধরার চেষ্টা করে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন : সত্যজিতের সৃষ্টিই সরস্বতী পুজোর থিম! বাগদেবীর আরাধনায় চমক কালনার বীণাপাণি সংঘের

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সেই সময় তার মা সামিনা বিবি চলে আসেন ঘরে। উপস্থিত বুদ্ধির জোরে সামিনা বিবি মোবাইলের টর্চের আলো হাতিটির চোখে ফেলেন। সেই সময় হাতিটি জোরে চেঁচিয়ে সেখান থেকে চলে যায়। সামিনা বিবি ছেলেকে টেনে বের করতে সক্ষম হন। এই ঘটনায় সোহেলের বুকে ও হাতে চোট লেগেছে। সামিনা বিবি জানান, “এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার চোখের সামনেই ছেলেটিকে শেষ করে দেবে। ওকে ধরেও ফেলেছিল হাতিটি। তারপর হাতে মোবাইল টা দেখে কী মনে হল টর্চ জ্বেলে দিলাম। “

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mother's Courage: ঘরের দেওয়াল ভেঙে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারতে যাচ্ছে বুনো হাতি...কীভাবে ছেলেকে বাঁচালেন সাহসিনী মা, শুনলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল