একাধিক বিষয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে শাসকদল তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির। তিনি তাঁর ভাষণে বলেন, বাংলার গরিব শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানকার সরকার। তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার হাজার হাজার শিক্ষকদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পাপ করছে এই সরকার। কিন্তু এঁরা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছেন এঁরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি এটা হতে দেবে না।’’
advertisement
এখানেই শেষ নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এ রাজ্যে কার্যকর করা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার লোকেরা বাইরে গেলে ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন। কিন্তু এখানে তা হতে দেওয়া হল না। তা করতে দিল না এখানকার নির্মম সরকার।’’