মৃত বেড়ে ৪ জন হওয়ার পর নাম জানা গিয়েছে তাঁদের। নতুন করে মৃত ওয়ানচেন তামাং মিরিকের বাসিন্দা। দুর্ঘটনার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু। জানা গিয়েছে বোনকে ভাইফোঁটার জন্য নেপালে আনতে যান ওয়ানচেন।
advertisement
বোন মৃত বিনিতার ও তার ৪ বছরের শিশুকে নিয়ে ঘরে যাওয়ার পথেই দুর্ঘটনা। মৃত ওয়ানচেন ও বিনিতা সম্পর্কে ভাই-বোন। বেশিরভাগ যাত্রী নেপালী উৎসব ভাইদুজ বা টিকা নিতে যাচ্ছিল। চড়াই রাস্তায় ব্রেক না ধরায় যাত্রীবাহী গাড়ি পাহাড়ি খাদে পড়েই এই দুর্ঘটনা।
পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্ত থেকে বুধবার একটি গাড়ি মিরিকের উদ্দেশে রওনা দেয়। গাড়িটিতে চালক-সহ মোট ১৯ জন ছিলেন। নেপালের কাঁকরভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকের উদ্দেশে রওনা দেয়। ওই রাস্তাটি খুব দুর্গম। পুলিশ সূত্রে খবর, পুটুংয়ের কাছে নলডারায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷
বিশ্বজিৎ মিশ্র