এই ঘটনার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ পড়ে থাকে নাবালিকা। সংজ্ঞাহীন অবস্থায় পুকুর পাড়ে দেখতে পান পথচারি কাশমীরা খাতুন নামে এক মহিলা। ।রক্তাক্ত অবস্থায় তাকে সেখান তুলে বাড়িতে নিয়ে আসেন। জ্ঞান ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়। এরপরই তাকে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।
advertisement
বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।হেমতাবাদ থানার পুলিশ অভিযোগ পেয়েই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানা পুলিশ । হেমতাবাদ থানার পুলিশ অধিকারিক জানিয়েছেন, 'গতকাল হেমতাবাদ থানার আরজি কাশীমপুর এলাকায় একটি ধর্ষনের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে কিশোরীর মা লিখিত অভিযোগ দায়ের কারেছেন। কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়।আজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।'
হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছেন, 'ধৃত মজনু মহম্মদ মূক ও বধির হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিশোরীর উপর এ ধরণের নির্মম অত্যাচার তারা কোনওভাবেই মেনে নেবে না। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশি তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশকে তদন্তের কাজ দ্রুত গুটিয়ে এনে খুব তাড়াতাড়ি আদালতে চার্জসিট পেশ করার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। হেমতাবাদ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত মজনু মহম্মদের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও পুলিশি তদন্তের গতি বাড়িয়ে দ্রুত চার্জসিট দেবার আশ্বাস দেওয়া হয়েছে।
Uttam Paul