মিমির তিন মামি তিন রাজনৈতিক দলে পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন আসন্ন নির্বাচনে। একই পরিবার, এক সঙ্গেই ওঠা-বসা। কার্যত এক ছাদের তলায় থাকা জায়েরা এবার ভোটের ময়দানে। আসন্ন পঞ্চায়েত ভোটে পৃথক তিন দলের হয়ে একই আসন থেকে লড়ছেন পুনম চক্রবর্তী, পর্ণা নাগ চক্রবর্তী ও কান্তা চক্রবর্তী।
এই তিন প্রার্থীই সম্পর্কে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মামি। আর সেকারণেই পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই এলাকায় রাজনীতির পারদ চড়ছে। শোনা যাচ্ছে, মিমির শুভেচ্ছা-বার্তা তিন মামির কাছেই পৌঁছেছে। তবে কোনও মামি জিতলে ভাগ্নি সবথেকে বেশি খুশি হবেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: বিরাট সাইজের ইলিশ ধরা পড়ল জালে! দাম উঠল সাড়ে ৮ হাজার টাকা! ওজন কত? শুনলে চমকে যাবেন
আরও পড়ুন: মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে মামলা শান্তনু ঠাকুরের! বিস্ফোরক অভিযোগ
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়া ১৭/১৫৫ নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছেন এই তিন জা। একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন। বড় জা কান্তা চক্রবর্তী কংগ্রেস প্রার্থী। মেজো জা পর্ণা নাগ চক্রবর্তী সিপিএমের হয়ে লড়ছেন আর ছোট জা পুনম চক্রবর্তী লড়ছেন ঘাসফুল প্রতীকে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ মিটে গেছে আগেই, এবার প্রচারের তোড়জোড় শুরু করতে চলেছেন এই তিন প্রার্থী। তবে ভোটের লড়াইকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেউই। তিনজনই বলছেন, রাজনৈতিক লড়াইটা যে প্রতীকেই হোক না কেন, সংসারে এবং সম্পর্কে তার দাগ লাগবে না।