একের পর এক নেতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ৷ সেই দ্বন্দ্বের আঁচে সরগরম রাজ্য রাজনীতি ৷ দলের সঙ্গে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর সমস্ত সমস্যা এবার প্রকাশ্যে ৷ চুড়ান্ত অসম্মানিত হয়েছেন দলে, এই অভিযোগেই সরব বিধায়ক মিহির গোস্বামীর ৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘দলের ভেতর অজস্র অপমান অবমাননা ক্রমাগত সহ্য করে গিয়েছি অকারণে, চুপ করে থাকার জন্য শুভানুধ্যায়ীরাও বিরক্ত হয়েছেন বার বার। কিন্তু আমার উত্তর একটাই ছিল, দিদি! যার উপর বিশ্বাস-আস্থাতেই এতদিন টিকে ছিলাম। কিন্তু ১৯৮৯ সাল থেকে তাঁর নেতৃত্ব মেনে দীর্ঘ তিরিশ বছর অতিক্রম করার পর হঠাৎ বোধগম্য হয়েছে, এ দল এখন আর আমার দিদি-র দল নয়, দিদি এখানে নিস্পৃহ। তাই ‘দিদির লোক’ এখানে অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন। অন্যায় সব কিছু মেনে নিয়ে ‘জো হুজুর’ করে টিকে থাকতে পারলে থাকো, নয়ত তফাৎ যাও।’
advertisement
এখানেই শেষ নয়, মিহির গোস্বামীর অভিযোগ, এতদিন বিশ্বস্ত সৈনিক হিসেবে থাকার পর সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বললেও নেত্রীর তরফ থেকে কোনও ফোন আসেনি ৷ ফেসবুকে সেই ক্ষোভ উগরে তিনি লিখেছেন, সংগঠন থেকে আমার অব্যাহতি নেওয়ার ঘোষণা করার পর ছয় সপ্তাহ কেটে গেছে। এই বিয়াল্লিশ দিনে আমি সব দলের কাছ থেকে এক বা একাধিক ফোন কল পেয়েছি, কথা বলেছি। বহু পুরনো রাজনৈতিক বন্ধুর ফোন পেয়েছি রাজ্যের বাইরে থেকেও। কেউ অফার দিয়েছেন, কেউ পরামর্শ দিয়েছেন, কেউ শুধু ভালবাসা দিয়েছেন। সতীর্থ অনেক সহকর্মী নেতার ফোন এসেছে বাংলার নানা প্রান্ত থেকে, কলকাতা থেকে, সবার ফোন ধরা হয়ত সম্ভব হয়নি। কিন্তু গত ছয় সপ্তাহে খোদ নেত্রীর কাছ থেকে কোনও ফোন আসেনি। কোনও বরখাস্তনামা কিংবা বহিষ্কারের নির্দেশও আসেনি তাঁর কাছ থেকে।’
যদিও এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, মিহির গোস্বামী মমতার ফোন ধরেননি ৷ আমরা সকলে মমতার পাশে রয়েছি ৷ আলোচনা করে সমস্যা মেটাব ৷’ উল্লেখ্য, মিহির গোস্বামীর পর বিদ্রোহী হয়ে উঠেছেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বসুনিয়াও। তাঁর ইঙ্গিতে স্পষ্ট উত্তরের জেলায় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস।