ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার শেষ সীমানায় বাড়ি আবুলের। গত ২৭ জুলাই কেরালায় কাজ করতে যান ওই যুবক। সেখানে রঙ মিস্ত্রির কাজ করতেন তিনি। শুক্রবার দক্ষিণ ভারতের ওই রাজ্যের কত্তাকাল থানার অধীন একটি ঝোপ থেকে এই বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! দাউদাউ করে জ্বলছে… আটকে বৃদ্ধা শাশুড়ি, একটুর জন্যে রক্ষা প্রাণ
advertisement
ইতিমধ্যেই আবুল হোসেনের পরিবার কেরালায় গিয়ে মৃতদেহ শনাক্ত করেছে। অভিযোগ, হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে পরিবার। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়।
কর্মসূত্রে নিজ রাজ্য ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দেন বহু মানুষ। ফালাকাটার আবুলও কাজের সূত্রেই কেরালা গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে এমন পরিণতি হবে, তা হয়তো কল্পনাও করেননি। ওই যুবকের পরিবারের অভিযোগ, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।