TRENDING:

কেরালায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু! হাত-পা বাঁধা...! পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ

Last Updated:

গত ২৭ জুলাই কেরালায় কাজ করতে যান আবুল হোসেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে সরগরম বাংলা। বিভিন্ন মহলে এই নিয়ে চর্চা-আলোচনা চলছে। এই আবহে সামনে আসছে চাঞ্চল্যকর খবর। এবার কেরালায় কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম আবুল হোসেন, বয়স ২৭। ফালাকাটার এই যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ।
কেরালায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু। প্রতীকী ছবি
কেরালায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু। প্রতীকী ছবি
advertisement

ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার শেষ সীমানায় বাড়ি আবুলের। গত ২৭ জুলাই কেরালায় কাজ করতে যান ওই যুবক। সেখানে রঙ মিস্ত্রির কাজ করতেন তিনি। শুক্রবার দক্ষিণ ভারতের ওই রাজ্যের কত্তাকাল থানার অধীন একটি ঝোপ থেকে এই বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! দাউদাউ করে জ্বলছে… আটকে বৃদ্ধা শাশুড়ি, একটুর জন্যে রক্ষা প্রাণ

advertisement

ইতিমধ্যেই আবুল হোসেনের পরিবার কেরালায় গিয়ে মৃতদেহ শনাক্ত করেছে। অভিযোগ, হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে পরিবার। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কর্মসূত্রে নিজ রাজ্য ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দেন বহু মানুষ। ফালাকাটার আবুলও কাজের সূত্রেই কেরালা গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে এমন পরিণতি হবে, তা হয়তো কল্পনাও করেননি। ওই যুবকের পরিবারের অভিযোগ, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কেরালায় বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু! হাত-পা বাঁধা...! পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল