ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! দাউদাউ করে জ্বলছে... আটকে বৃদ্ধা শাশুড়ি, একটুর জন্যে রক্ষা প্রাণ

Last Updated:

ঘুমের মধ্যেই বাড়িতে আগুন। ভিতরে আটকে বৃদ্ধা। কীভাবে উদ্ধার?

উনুন থেকে বাড়িতে লাগল আগুন
উনুন থেকে বাড়িতে লাগল আগুন
ডোমকল, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ প্রতিদিনের মতো রান্না করে খেয়ে শুয়ে পড়েছিলেন ঘরে। আর ঘরের মধ্যে থাকা উনুন থেকেই এবার সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। ঘরে লাগল আগুন। যার কারণে ঘরেই আটকে পড়লেন এক বৃদ্ধা। ঘরের জানালা ভেঙে উদ্ধার করা হল তাঁকে। আর সামান্য দেরি হলেই ঘটে যেতে পারত অঘটন।
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে দু’টি বাড়ি। দুই ভাইয়ের দু’টি বাড়িই পুড়ে ছাই। যদিও দমকল পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। রবিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের রাজাপুর ভাটেপাড়া এলাকার ঘটনা। বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য।
আরও পড়ুনঃ দুর্গাপুজো, কালীপুজো অতীত! এবার শ্রাবণেও কার্নিভাল, শেষ সোমবারের ভিডিও দেখলে আপনিও চমকে যাবেন
পরিবার সূত্রে খবর, রাতে উনুনে রুটি বানিয়েছিলেন মাজেদ মিঞার স্ত্রী হানুফা বিবি। সকলে মিলে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে আগুন ধরে যায় ঘরে। তখনই ঘুম ভাঙে হানুফার। ঘরের মধ্যে শুয়ে ছিলেন তাঁর বৃদ্ধা শ্বাশুড়ি। তাঁর চিৎকারেই জড়ো হন স্থানীয়রা। অবশেষে জানালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। অন্যদিকে, আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ইঞ্জিন পৌঁছতে পৌঁছতে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে মাজেদ মিঞার ভাই আমজাদ মিঞারও বাড়িটিও। ছাই হয়ে গিয়েছে পাশাপাশি থাকা দু’টি বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির জামাকাপড়, নথিপত্র, খাবার, নগদ টাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, দু’টি বাড়ি মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুমের মধ্যেই বাড়িতে আগুন! দাউদাউ করে জ্বলছে... আটকে বৃদ্ধা শাশুড়ি, একটুর জন্যে রক্ষা প্রাণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement