TRENDING:

প্রস্তুত 'গাছ বাড়ি', ভিন রাজ্য থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, গ্রামবাসীদের উদ্যোগকে কুর্নিশ

Last Updated:

গ্রামের একটি বড় অর্জুন গাছের গোড়ায় বানানো হয়েছে এই গাছবাড়িটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহারঃ ভিনরাজ্য থেকে গ্রামে  ফিরলে রাখা হবে গাছ বাড়িতে। তাই গাছের ডাল দিয়ে উঁচু কোয়ারেন্টাইন সেন্টার নিজেরাই বানিয়েছেন গ্রামবাসীরা৷ করোনা মোকাবিলায় সংক্রমণ রোধে নিজেদের মত করে এমনই উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা।
advertisement

কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে তৈরি হয়েছে এই গাছবাড়ি। এই গ্রামের অধিকাংশই পেটের টানে ভিন রাজ্যে যান প্রতিবছর। করোনা মোকাবিলায় সরকারি বিধি লাগু হওয়ার পর এখন তারা ফিরছেন গ্রামে। দিল্লী, মহারাষ্ট্র রাজস্থানে দিনমজুরির কাজ থেকে গ্রামে আসা বাসিন্দাদের জন্য গ্রাম থেকে সামাজিক দুরত্ব মেনে ফাকা জায়গায় এই গাছবাড়ি তৈরি করেছেন গ্রামবাসীরাই। গ্রামে ফিরে কারও  মধ্যে এধরনের লক্ষণ দেখা গেলে তাঁকে  ১৪ দিন থাকতে হবে এই গাছ বাড়িতেই। রাত কাটাতে যাতে কোনো অসুবিধা না হয় তাই মশারি  ও আলোর ব্যবস্থাও  করা হয়েছে সেখানে৷ গ্রামের একটি বড় অর্জুন গাছের গোড়ায় বানানো হয়েছে এই গাছবাড়িটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রসঙ্গত, দিন কয়েক আগে এরকমই এক ঘটনা প্রকাশ্যে আসে। সেবার পেটের টানে ভিনরাজ্যে পাড়ি দেওয়া পুরুলিয়ার সাত যুবক করোনার দাপট বাড়তে বাড়ি ফেরেন। কিন্তু মাটির বাড়িতে অতিরিক্ত ঘর তো নেই। তাহলে ভিনরাজ্য থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকার জন্য গাছের দ্যালে মাচা বেঁধে থাকতে শুরু করেন। সাতজনের বাড়ির কাছে গাছের ডালে মাচা খাটিয়ে কোয়ারেন্টাইন সেন্টার বানীয়ে ফেলেন তাঁরা। হোম কোয়ারেন্টাইনের বদলে স্বাস্থ্যবিধি মেনে ‘ট্রি কোয়ারেন্টাইন’ রয়েছেন পুরুলিয়ার সাত যুবক। অযোধ্যা পাহাড় লাগোয়া জঙ্গলমহলের সাত যুবকের নজিরবিহীন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছিলেন প্রশাসনিক কর্তারাও। এবারে সেরকমই উদ্যোগ নিতে দেখা গেল কোচবিহারের গ্রামে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রস্তুত 'গাছ বাড়ি', ভিন রাজ্য থেকে ফিরলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, গ্রামবাসীদের উদ্যোগকে কুর্নিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল