TRENDING:

Rash Mela: চোখের সামনে ফের 'জীবন্ত' উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার দৃশ্য! মেজবিলের রাসমেলায় এবারের বিশেষ আকর্ষণ পুতুল প্রদর্শনী, ঘুরে আসুন একবার

Last Updated:

Rash Mela 2025: রবিবার থেকে শুরু হয়েছে আলিপুরদুয়ার ১ ব্লকের মেজবিলের ৫৬'তম রাসমেলা। এবারের মেলার বিশেষ আকর্ষণ পুতুল প্রদর্শনী। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা দুর্দশার ছবি মাটির পুতুলের মাধ্যমে ফুটিয়ে তুললেন দুই শিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: জমজমাট ৫৬ বছরের পুরনো মেজবিলের রাস মেলা। মেলায় সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা দুর্দশার ছবি মাটির পুতুলের মাধ্যমে ফুটিয়ে তুললেন শিল্পীরা। মেজবিলের রাসমেলায় এই বছর নজর কাড়ছে উত্তরবঙ্গের বন্যা ঘিরে পুতুল প্রদর্শনী।
মেজবিলের রাস মেলা
মেজবিলের রাস মেলা
advertisement

গত রবিবার থেকে শুরু হয়েছে আলিপুরদুয়ার ১ ব্লকের মেজবিলের ৫৬’তম রাসমেলা। এই মেলায় এবার ছোট থেকে বড় সবার কাছে আকর্ষণ মাটির পুতুল প্রদর্শনী। যা দেখতে রোজ মেলায় ভিড় করছেন বহু মানুষ। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। বিশেষ করে গত অক্টোবর মাসে আলিপুরদুয়ার ১ ব্লকের শিসামারা নদী দু’বার প্লাবিত হয়। শালকুমারহাটের একাধিক গ্রামে জল ঢুকে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ বাঁকুড়ায় প্রথমবার খুলল বুদ্ধিস্ট মার্কেট! সুদূর হিমালয় থেকে এসেছে শীতের পোশাকের সম্ভার, দুর্দান্ত পাহাড়ি কালেকশন, চলবে তিন মাস

এই নদী জলদাপাড়া বনাঞ্চল হয়ে প্রবাহিত। তাই নদীর জলে ভেসে যায় বহু গন্ডার। সেই সব গন্ডার নদী থেকে গ্রামেও ঢুকে পড়ে। বহু মানুষের ঘরে ঢুকে যায় জল। অসহায় পরিস্থিতির শিকার হয় পাহাড়বাসী। আবার প্রশাসনের তরফে উদ্বার কাজও চলে। দেওয়া হয় ত্রাণ। সেই সমস্ত দৃশ্য ৪২টি প্রতিমার মাধ্যমে তুলে ধরেছেন শালকুমারহাটের সিধাবাড়ির দুই মৃৎশিল্পী লোকনাথ রায় ও গুপীনাথ রায়।

advertisement

অসহায় বাসিন্দারা কেউ গাছে আশ্রয় নিয়েছেন। কেউ ঘরের উপরে উঠে বসে আছেন। আবার গন্ডার নদী থেকে গ্রামে উঠছে। কোথাও আবার শূকরের কামড়ে জখম হচ্ছে মানুষ। হানা দিচ্ছে গন্ডার। আবার নদী থেকে কেউ কাঠ সংগ্রহ করছেন। প্রশাসন দুর্গত বাসিন্দাদের উদ্বার করছে। এরকম নানা দৃশ্য প্রদর্শনীতে ফুটে উঠেছে।

আরও পড়ুনঃ কংসাবতীর পাড়ে দুর্দান্ত ডেস্টিনেশন! গরম ধোঁয়া ওঠা দুধ চায়ের সঙ্গে টা, প্রিয়জনকে পাশে নিয়ে জমে উঠুক আপনার বিকেল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

মেলা কমিটির উপদেষ্টা মৃদুল সরকার,তপন বর্মন জানান, সাম্প্রতিককালের বন্যার চিত্র পুতুল প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। যা দেখতে বহু মানুষ আসছেন। এই মেজবিলের উপর দিয়েও গন্ডার চলে গিয়েছিল। যা কি না আগে কখনও ঘটেনি। এই মেলা আগামী রবিবার রাতে শেষ হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rash Mela: চোখের সামনে ফের 'জীবন্ত' উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার দৃশ্য! মেজবিলের রাসমেলায় এবারের বিশেষ আকর্ষণ পুতুল প্রদর্শনী, ঘুরে আসুন একবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল