গত রবিবার থেকে শুরু হয়েছে আলিপুরদুয়ার ১ ব্লকের মেজবিলের ৫৬’তম রাসমেলা। এই মেলায় এবার ছোট থেকে বড় সবার কাছে আকর্ষণ মাটির পুতুল প্রদর্শনী। যা দেখতে রোজ মেলায় ভিড় করছেন বহু মানুষ। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। বিশেষ করে গত অক্টোবর মাসে আলিপুরদুয়ার ১ ব্লকের শিসামারা নদী দু’বার প্লাবিত হয়। শালকুমারহাটের একাধিক গ্রামে জল ঢুকে পড়ে।
advertisement
এই নদী জলদাপাড়া বনাঞ্চল হয়ে প্রবাহিত। তাই নদীর জলে ভেসে যায় বহু গন্ডার। সেই সব গন্ডার নদী থেকে গ্রামেও ঢুকে পড়ে। বহু মানুষের ঘরে ঢুকে যায় জল। অসহায় পরিস্থিতির শিকার হয় পাহাড়বাসী। আবার প্রশাসনের তরফে উদ্বার কাজও চলে। দেওয়া হয় ত্রাণ। সেই সমস্ত দৃশ্য ৪২টি প্রতিমার মাধ্যমে তুলে ধরেছেন শালকুমারহাটের সিধাবাড়ির দুই মৃৎশিল্পী লোকনাথ রায় ও গুপীনাথ রায়।
অসহায় বাসিন্দারা কেউ গাছে আশ্রয় নিয়েছেন। কেউ ঘরের উপরে উঠে বসে আছেন। আবার গন্ডার নদী থেকে গ্রামে উঠছে। কোথাও আবার শূকরের কামড়ে জখম হচ্ছে মানুষ। হানা দিচ্ছে গন্ডার। আবার নদী থেকে কেউ কাঠ সংগ্রহ করছেন। প্রশাসন দুর্গত বাসিন্দাদের উদ্বার করছে। এরকম নানা দৃশ্য প্রদর্শনীতে ফুটে উঠেছে।
মেলা কমিটির উপদেষ্টা মৃদুল সরকার,তপন বর্মন জানান, সাম্প্রতিককালের বন্যার চিত্র পুতুল প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। যা দেখতে বহু মানুষ আসছেন। এই মেজবিলের উপর দিয়েও গন্ডার চলে গিয়েছিল। যা কি না আগে কখনও ঘটেনি। এই মেলা আগামী রবিবার রাতে শেষ হবে।
