মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুরকে সাম্মানিক ডি-লিট দেবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।। আগেই বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির বৈঠকেই এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই প্রস্তাবে শিলমোহর দেন আচার্য রাজ্যপালও। বুধবার দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানেই বড়মাকে সম্মানিত করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার রাতেই আসে দুঃসংবাদ। একশো পার করে প্রয়াত বীণাপাণি ঠাকুর। এরপরই কোর্ট রুম মিটিংয়ে সিদ্ধান্ত হয় মরণোত্তর ডি-লিট দেওয়া হবে না বড়মাকে।
advertisement
উত্তরবঙ্গে বাজবংশী সম্প্রদায়ের নেতা পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মান জানাতে চেয়েছিলেন দক্ষিণবঙ্গের মতুয়া সম্প্রদায়ের প্রধান বীণাপাণি ঠাকুরকে।
বড়মার স্মরণে এক মিনিট নীবরতা পালন দিয়ে শুরু হয় সমাবর্তন উৎসব। তারপর শোকের আবহে সবটাই হয় নিয়ম মেনে। শোকপ্রকাশ করেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী।
এবার সাম্মানিক ডিলিট দেওয়ার কথা ছিল অশ্রুকুমার সিকদারকেও। কিন্তু তার আগেই মৃত্যু হয় বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞের। এবার ডি-লিট দেওয়ার আগেই প্রয়াত বড়মা। ঠাকুরনগরের সঙ্গেই মন খারাপ কোচবিহারের।