TRENDING:

বড়মাকে ডি-লিট দেওয়ার কথা ছিল আজই...অসম্পূর্ণ রয়ে গেল সেই ইচ্ছে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: কথা ছিল সাম্মানিক ডি-লিট দেওয়া হবে আজ। তার আগেই মঙ্গলবার একশো পার করে শেষ হয় মতুয়া মহাসংঘের বড়মার পথচলা। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে আজ শোকের আবহ। শোকপ্রকাশ করেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী।
advertisement

মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুরকে সাম্মানিক ডি-লিট দেবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।। আগেই বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির বৈঠকেই এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই প্রস্তাবে শিলমোহর দেন আচার্য রাজ্যপালও। বুধবার দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানেই বড়মাকে সম্মানিত করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার রাতেই আসে দুঃসংবাদ। একশো পার করে প্রয়াত বীণাপাণি ঠাকুর। এরপরই কোর্ট রুম মিটিংয়ে সিদ্ধান্ত হয় মরণোত্তর ডি-লিট দেওয়া হবে না বড়মাকে।

advertisement

উত্তরবঙ্গে বাজবংশী সম্প্রদায়ের নেতা পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মান জানাতে চেয়েছিলেন দক্ষিণবঙ্গের মতুয়া সম্প্রদায়ের প্রধান বীণাপাণি ঠাকুরকে।

বড়মার স্মরণে এক মিনিট নীবরতা পালন দিয়ে শুরু হয় সমাবর্তন উৎসব। তারপর শোকের আবহে সবটাই হয় নিয়ম মেনে। শোকপ্রকাশ করেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী।

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

এবার সাম্মানিক ডিলিট দেওয়ার কথা ছিল অশ্রুকুমার সিকদারকেও। কিন্তু তার আগেই মৃত্যু হয় বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞের। এবার ডি-লিট দেওয়ার আগেই প্রয়াত বড়মা। ঠাকুরনগরের সঙ্গেই মন খারাপ কোচবিহারের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বড়মাকে ডি-লিট দেওয়ার কথা ছিল আজই...অসম্পূর্ণ রয়ে গেল সেই ইচ্ছে