স্থানীয় সূত্রে খবর, এতোয়া লাইনের একটি ঘরের মধ্যেই তাঁরা থাকতেন। বাড়িতে অসুস্থ মা-সহ দাদার স্ত্রী ও দুই সন্তান থাকে। দুই ভাই বাইরে দিনমজুরের কাজ করেন। রবিবার রাত্রে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এরপরেই উত্তেজিত হয়ে দাদা বাটাম দিয়ে ভাই সন্ধিরের মাথায় আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
advertisement
সোমবার সকালে স্থানীয় জনগণ বিষয়টি জানতে পেরে খবর দেয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।এলাকায় আসেন পঞ্চায়েত সদস্য ফিলিপ টিরু। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এদিনেই দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পঞ্চায়েত সদস্য ফিলিপ টিরু বলেন,ঘটনা অত্যন্ত মর্মান্তিক।পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে।অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 4:35 PM IST
