বর্ষার আগেই নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভার। ইতিমধ্যে সেচ দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যে তিন দফতরের কর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বৃষ্টি হলেই শহরের একাংশে জল জমে যায়। এই সমস্যা সমাধানের জন্য হাই ড্রেন তৈরি করা হচ্ছে। এই জল মহানন্দা নদীতে ফেলা হবে।
advertisement
আরও পড়ুন: বাদুড়িয়ায় রাস্তা যেন জলাশয়! প্রাক বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন এলাকা
তবে নোংরা জল সরাসরি নদীতে ফেলা হবে না। তা শোধন করে নদীতে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বছর ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে শহরের মাধবনগর এলাকায় বাইপাসের ধার দিয়ে নর্দমা তৈরি করা হয়েছে। শহরের অধিকাংশ জল এখন এই নর্দমা দিয়েই নিষ্কাশিত হচ্ছে। মূলত ইংরেজবাজারের ৩ ও ২৩ নম্বর ওয়ার্ড বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে। এই এলাকার জমা জল দ্রুত নিষ্কাশিত করতে বাইপাসের পাশ দিয়ে পুরসভার পক্ষ থেকে একটি হাইড্র্যান্ট খনন করা হয়েছে। কিন্তু হাইড্রেন্টের এখনও বেশ কিছু কাজ বাকি পড়ে রয়েছে। সেই কাজগুলি দ্রুত করতে এবার উদ্যোগ গ্রহণ করতে চলেছে পুর প্রশাসন।
হরষিত সিংহ