TRENDING:

Master Plan: তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান, মালদহ শহরে জমা জলের সমস্যা দূর হবে এবার

Last Updated:

Master Plan: বর্ষার আগেই নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভার। ইতিমধ্যে সেচ দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তৈরি হচ্ছে মাস্টার প্যান। বর্ষাকালে মালদহ শহরের জমা জলের সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ। ফলে আগামী দিনে মালদহ শহরের বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
advertisement

বর্ষার আগেই নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভার। ইতিমধ্যে সেচ দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যে তিন দফতরের কর্তারা এলাকা পরিদর্শন করেছেন।‌ ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বৃষ্টি হলেই শহরের একাংশে জল জমে যায়। এই সমস্যা সমাধানের জন্য হাই ড্রেন তৈরি করা হচ্ছে। এই জল মহানন্দা নদীতে ফেলা হবে।

advertisement

আর‌ও পড়ুন: বাদুড়িয়ায় রাস্তা যেন জলাশয়! প্রাক বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন এলাকা

তবে নোংরা জল সরাসরি নদীতে ফেলা হবে না। তা শোধন করে নদীতে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বছর ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে শহরের মাধবনগর এলাকায় বাইপাসের ধার দিয়ে নর্দমা তৈরি করা হয়েছে। শহরের অধিকাংশ জল এখন এই নর্দমা দিয়েই নিষ্কাশিত হচ্ছে। মূলত ইংরেজবাজারের ৩ ও ২৩ নম্বর ওয়ার্ড বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে। এই এলাকার জমা জল দ্রুত নিষ্কাশিত করতে বাইপাসের পাশ দিয়ে পুরসভার পক্ষ থেকে একটি হাইড্র্যান্ট খনন করা হয়েছে। কিন্তু হাইড্রেন্টের এখনও বেশ কিছু কাজ বাকি পড়ে রয়েছে। সেই কাজগুলি দ্রুত করতে এবার উদ্যোগ গ্রহণ করতে চলেছে পুর প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Master Plan: তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান, মালদহ শহরে জমা জলের সমস্যা দূর হবে এবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল